ছাড় নেই রাজনীতিকদের, করোনা আক্রান্ত কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন

কয়কেদিন আগেই করোনার কবলে পড়েন কর্নাটকের প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ জারকিহোলির। এবার ভোট মিটতেই করোনায় কাহিল হলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। সম্প্রতি তাঁর শরীরে একাধিক করোনা উপসর্গ দেখা যাওয়ায় করোনা পরীক্ষার নির্দেশ দেন চিকিৎসকেরা। পরীক্ষা হলে বৃহঃষ্পতিবার রিপোর্ট পজেটিভ আসে বলে জানা যায়। আর তাতেউ নতুন করে উদ্বেগ বেড়েছে কেরলের রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬ এপ্রিল দেশের চাঁর রাজ্যের সঙ্গে একযোগে ভোট ছিল কেরলেও। ওইদিন করোনা আক্রান্ত হন বিজয়ন কন্যা বিনা। ওয়াকিবহাল মহলের ধারণা পরিবার থেকেই সংক্রমিত হয়েছেন কেরল সিপিআইএম-র এই শীর্ষ নেতৃত্ব। এদিকে মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশের মতো গত কয়েক সপ্তাহে কেরলেও ব্যাপক দাপট বাড়িয়েছে মারণ করোনা। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০২ জন। মারা গিয়েছেন ১৬ জন করোনা আক্রান্ত ব্যক্তি।

এদিকে কেরলে করোনা মানচিত্র এও বলছে গত কয়েকদিনে লাগামহীন করোনা সংক্রমণের জেরে বর্তমানে রাজ্যের করোনা গ্রাফ ছুঁয়ে ফেলেছে ১১ লক্ষ ৪৪ হাজারে গণ্ডি। মারা গিয়েছেন ৪ হাজার ৭০০-র বেশি মানুষ। যদিও এর জন্য অবশ্য, সদ্য সমাপ্ত নির্বাচন, নির্বাচনী প্রচারে করোনা বিধির অবহেলাকে কাঠগড়ায় তুলেছেন অনেকে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে করোনার কবল মুক্ত হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৮ হাজার ৭৮ জন। বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ৪৯৩ জন।

বুলু, আয় একবার দেখা করে যা! ভোট-প্রচার থামিয়ে পুরনো বন্ধুর খোঁজ মমতার