চতুর্থ দফায় আরও সতর্ক কমিশন, বাংলায় ১ হাজার কোম্পানি বাহিনী মোতায়েনের পথে কমিশন

তৃতীয় দফার নির্বাচনে ব্যাপক অশান্তির ছবি দেখছে বাংলার মানুষ। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ভুড়ি ভুড়ি অভিযোগ। এত ব্যবস্থা নেওয়ার পরেও কেন এয় অশান্তি? প্রশ্নের মুখে পড়তে হচ্ছে খোদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

এই অবস্থায় বুধবার তড়িঘড়ি ডেকে পাঠানো হয় কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেই। দীর্ঘক্ষণ বৈঠক হয়। আর বৈঠক শেষে তৃতীয় দফার থেকে আগামী চতুর্থ দফায় আরও সতর্ক এবং কড়া হতে চলেছে নির্বাচন কমিশন।

আরও বাড়ছে কেন্দ্রীয় বাহিনী

চতুর্থ দফায় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে কার্যত কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। আরও বাহিনী মোতায়েন করা হচ্ছে। ১০ এপ্রিল, শনিবার পাঁচ জেলায় ৪৪টি আসনে ভোট রয়েছে। একাধিক স্পর্শকাতর এলাকায় ভোট রয়েছে। আর সেদিকে তাকিয়েই কয়েকশ কোম্পানি বাহিনী নির্বাচন কমিশন মোতায়েন করতে চলেছে। জানা গিয়েছে, শুধু বুথ প্রহরাতে থাকবে ৭৯৩ কোম্পানি বাহিনী। তার মধ্যে কলকাতা পুলিশ এলাকায় থাকবে ৯৪ কোম্পানি, আলিপুরদুয়ারে ৯৬, কোচবিহারে ১৮৩, হাওড়া পুলিশ কমিশনারেটে ৯৯, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৮, হাওড়া গ্রামীণে ৩৫ এবং বারুইপুর পুলিশ জেলায় ৪৪ কোম্পানি বাহিনী থাকবে। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৭৯ কোম্পানি। ইতিমধ্যে এক হাজার কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বাংলায়। বাকি বাহিনীকে এরিয়া ডোমিনেশন থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগানো হবে।

অভিযোগ পেলেই ব্যবস্থা

তৃতীয় দফায় কমিশনের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক জায়গাতে অশান্তি, ঝামেলার খবর কমিশনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় কড়া নির্বাচন কমিশন। ভোটের দিন গোলমাল হলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের। সেই সঙ্গে দ্রুত রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে। যাতে পরবর্তী পদক্ষেপ ঠিক করা যায়।

ইভিএম নিয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ

উলুবেড়িয়াতে এক তৃণমূল নেতার বাড়িতে পাওয়া যায় ইভিএম। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। সে বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্যে বলা হয়েছে। ভোট অবাধ এবং শান্তিপূর্ণ করতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই ভিডিয়ো বৈঠকেই তিনি কড়া বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। ইভিএম নিয়ে গাফিলতি হলেই শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

তৃতীয় দফায় এত অশান্তি ঘিরে উদ্বেগে কমিশন

রাজ্য অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোটা কার্যত চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে। প্রথম, দ্বিতীয় দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও তৃতীয় দফা ছাপিয়ে যায় সবকিছুকে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পর্যবেক্ষক কী সামলাতে পারছেন সবকিছু ঠিকঠাকভাবে?‌ এত অভিযোগ আসছে কেন?‌ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে-কে জরুরি তলব করে নির্বাচন কমিশন। বুধবার জাতীয় নির্বাচন কমিশনে দফায় দফায় বৈঠক হয়। সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন এত অভিযোগ

ভোট গ্রহনের আগেই বাংলায় চলে আসে কেন্দ্রীয় বাহিনী। এরিয়া ডোমিনেশন থেকে বুথ পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেই বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। ভুরি ভুরি অভিযোগ আসছে। কিন্তু কেন? সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এছাড়াও, ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। এমনকী প্রার্থীরা আক্রান্ত হতে হচ্ছে। প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা। কমিশনের দিকে আঙুল উঠছে। কেন? বিবেক দুবেকে প্রশ্ন করেছে কমিশন এমনটাই সূত্রেরখবর।

More CENTRAL FORCE News