মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি-র হয়ে সবচেয়ে বেশি রান
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। রোহিত শর্মাদের বিরুদ্ধে ২৬টি ইনিংস খেলে ৬৩৭ রান করেছেন আরসিবি অধিনায়ক। আইপিএলে দুই দলের মোকাবিলায় তিনি সর্বাধিক রান সংগ্রাহকও বটে। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আইপিএলে বিরাট কোহলির সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯২।
আরসিবি-র বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছেন কাইরন পোলার্ডের। বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে ২৬টি ইনিংস খেলে ৫৩৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। পোলার্ডের সর্বোচ্চ স্কোর ৭০ রান। আইপিএলে দুই দলের মুখোমুখি সমরে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পোলার্ড। দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স।
মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি-র হয়ে সবচেয়ে বেশি উইকেট
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। রোহিত শর্মা শিবিরের বিরুদ্ধে আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন লেগ স্পিনার।
আরসিবির বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট
মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে আইপিএলে ১৫টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন বুমবুম। তাঁর নামের পাশে রয়েছে ১৯টি উইকেট।