সংক্রমণের হার দিন দিন বাড়ছে
দেশে দৈনিক করোনা সংক্রমণ যে হারে দিন দিন বাড়ছে তাতে উদ্বিগ্ন সকলেই৷ এই পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে চলছে ভোট প্রচার, জমায়েত ও জনসভা৷ সেখানে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই অবাধে প্রচুর মানুষ একে অপরের সংস্পর্শে আসছেন৷ এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে সংকটজনক পরিস্থিতির কথা ভেবে চিকিৎসকরা আগেই উদ্বেগ প্রকাশ করেছেন৷ এবার সেই পথেই হাঁটলেন দুই আইনজীবী বিশাল ঠাকরে ও আদিত্য যাদব৷ তাঁরা এবার সরাসরি সুপ্রিম কোর্টে এই করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানালেন৷
করোনা বিধি ভেঙে মানুষের জনসমাগম
আবেদনকারীদের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নেতারা জনসভা করছেন এবং সেখানে প্রচুর লোকজনের সমাবেশ হচ্ছে৷ বড় বড় নেতারা করোনা বিধি উপেক্ষা করে এভাবে মানুষকে জমায়েত হওয়ার জন্য বলছেন৷ তাঁরা অনেকাংশে দায়ী এই পরিস্থিতির জন্য। কিন্তু, প্রশাসন নির্বিকার৷ তাঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না৷
বিধি না মেনেই নির্বাচনের জন্য বড় মিছিল
আবেদনে আরও বলা হয়েছে, কোনও করোনা বিধি না মেনেই নির্বাচনের জন্য বড় মিছিল করা হচ্ছে৷ অনেক রাজনৈতিক নেতা করোনা বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এভাবে জমায়েত করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷
করোনা সচেতনতা মানা হচ্ছে না ভোটের ময়দানে
স্বরাষ্ট্রমন্ত্রক থেকে মেডিকেল বুলেটিন দেওয়ার সময় যে করোনা সচেতনতার কথা বলা হয়েছিল তা কোনও নির্বাচনী প্রচারে মানা হচ্ছে না৷ অনেক রাজ্যে কোনওরকম পরীক্ষা ছাড়াই জন সমাবেশ, প্রচার ও জমায়েত করা হচ্ছে৷ শীর্ষ আদালত সূত্রে খবর, সম্ভবত এক সপ্তাহ বা তার মধ্যে এই আবেদনটির শুনানি হতে পারে৷