নির্বাচনের উপর করোনার চোখ রাঙানি, ভোট স্থগিত রাখতে মামলা দায়ের সুপ্রিমকোর্টে

চলতি সপ্তাহেই দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি ছাড়ায়৷ তারপর থেকে দৈনিক আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বগামী৷ এই পরিস্থিতিতেই দেশের পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চার রাজ্যে ইতিমধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হলেও বাংলায় এখনও পাঁচ দফা নির্বাচন বাকি। এহেন পরিস্থিতিতে করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্য জুড়ে চলছে প্রচার। তবে করোনা ঠেকাতে এবার এই নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়ে মামলা দায়ের হল সুপ্রিমকোর্টে।

সংক্রমণের হার দিন দিন বাড়ছে

দেশে দৈনিক করোনা সংক্রমণ যে হারে দিন দিন বাড়ছে তাতে উদ্বিগ্ন সকলেই৷ এই পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে চলছে ভোট প্রচার, জমায়েত ও জনসভা৷ সেখানে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই অবাধে প্রচুর মানুষ একে অপরের সংস্পর্শে আসছেন৷ এই পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে সংকটজনক পরিস্থিতির কথা ভেবে চিকিৎসকরা আগেই উদ্বেগ প্রকাশ করেছেন৷ এবার সেই পথেই হাঁটলেন দুই আইনজীবী বিশাল ঠাকরে ও আদিত্য যাদব৷ তাঁরা এবার সরাসরি সুপ্রিম কোর্টে এই করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানালেন৷

করোনা বিধি ভেঙে মানুষের জনসমাগম

আবেদনকারীদের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নেতারা জনসভা করছেন এবং সেখানে প্রচুর লোকজনের সমাবেশ হচ্ছে৷ বড় বড় নেতারা করোনা বিধি উপেক্ষা করে এভাবে মানুষকে জমায়েত হওয়ার জন্য বলছেন৷ তাঁরা অনেকাংশে দায়ী এই পরিস্থিতির জন্য। কিন্তু, প্রশাসন নির্বিকার৷ তাঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না৷

বিধি না মেনেই নির্বাচনের জন্য বড় মিছিল

আবেদনে আরও বলা হয়েছে, কোনও করোনা বিধি না মেনেই নির্বাচনের জন্য বড় মিছিল করা হচ্ছে৷ অনেক রাজনৈতিক নেতা করোনা বিধি-নিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এভাবে জমায়েত করছেন, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷

করোনা সচেতনতা মানা হচ্ছে না ভোটের ময়দানে

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে মেডিকেল বুলেটিন দেওয়ার সময় যে করোনা সচেতনতার কথা বলা হয়েছিল তা কোনও নির্বাচনী প্রচারে মানা হচ্ছে না৷ অনেক রাজ্যে কোনওরকম পরীক্ষা ছাড়াই জন সমাবেশ, প্রচার ও জমায়েত করা হচ্ছে৷ শীর্ষ আদালত সূত্রে খবর, সম্ভবত এক সপ্তাহ বা তার মধ্যে এই আবেদনটির শুনানি হতে পারে৷

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News