চাপে মহারাষ্ট্র সরকার, স্বরাষ্ট্র মন্ত্রীর আর্থিক কেলেঙ্কারি মামলায় বম্বে হাইকোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে

স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে ঘুষ ও তোলবাজির অভিযোগ ওঠার পরেই রাজনৈতিক মহলে রীতিমতো চাপের মুখে পড়ে মহারাষ্ট্রের জোট সরকার। তাঁর বিরুদ্ধে বার এবং রেস্তোরাঁ থেকে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। যদিও হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার এবং অনিল দেশমুখ।

বম্বে হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট

কিন্তু এদিন পুরনো রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি এস কে কল এবং হেমন্ত গুপ্তার বেঞ্চ এদিন স্পষ্টতই জানিয়ে দেয় এই মামলায় তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছিল সেভাবেই চলবে। গোটা তদন্ত ভার হাতে থাকবে সিবিআই আধিকারিকদের। এমনকী স্বারাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যথেষ্ট গুরুতর বলেও জানায় শীর্ষ আদালত।

ধোপে টিকল না কপিল সিবালের যুক্তি

এদিকে সুপ্রিম কোর্টের রায়ে যে মহারাষ্ট্র সরকারের উপর নতুন করে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। এমনকী রাজনৈতিক মহলে শিবসেনা-এনসিপি-র ভাবমূর্তিও যে অনেকটাই ক্ষুণ্ন হবে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অনিল দেশমুখের হয়ে লড়া আইনজীবী কপিল সিবাল এদিন তার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযেোগের সপক্ষে একাধিকবার সাফাই গাওয়ার চেষ্টা করলেও তাও বিশেষ ধোপে টেকেনি বলে খবর।

চাপের মুখে পড়ে পদ ছাড়েন অনিল দেশমুখ

এদিকে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠার পরেই চাপের মুখে পড়ে পদ ছাড়তে বাধ্য হন অনিল দেশমুখ। যদিও এর পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলে শুরুতেই অভিমত পোষণ করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এদিকে মুকেশ আম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনার পরেই কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে পরমবীরকে কমিশনারের পদ থেকে সরিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। যা নিয়েও বিস্তর জলঘোলা হয়।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

সূত্রের খবর, এই পরমবীর সিংই একদা অনিল দেশমুখের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। এমনকী তাঁর নির্দেশেই একাধিক ‘অপরাধও' সংঘটিত করেছেন বিভিন্ন সময়। কিন্তু মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক মেলায় যখন তাঁকেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তখন তিনি সরাসরি মুখ খোলেন অনিল দেশমুখের বিরুদ্ধে। তারপরেই তাঁর বিরুদ্ধে মাসিক প্রায় ১০০ কোটি টাকার তোলাবাজির অভিযোগ তুলে রাজৈনিতক উত্তাপ চড়িয়েছেন মুম্বইয়ের অপসারিত পুলিশ কমিশনার পরমবীর সিংহ। যদিও এই কাজে অনলকে পরবীরই সাহায্য করতেন বলে অভিযোগ।

কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞান‌ভাপি মসজিদ পরিদর্শন করবে এএসআই, নির্দেশ আদালতের