অনুপ্রবেশ ঘটলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে পদত্যাগ করুন, তুফানগঞ্জের সভা থেকে অমিত শাহকে নিশানা অভিষেকের

চতুর্থ দফার ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। শেষ বেলায় কোচবিহারে প্রচারে গিয়ে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক জেলায় অনুপ্রবেশ নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতা। পাল্টা তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার তুফানগঞ্জের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সীমান্তে পাহারা দেয় বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনী কেন্দ্রের হাতে। বিএসএফ যদি অনুপ্রবেশ রুখতে না পারে তাহলে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হওয়া উচিত। তাঁই পদত্যাগ করা উচিত।

তুফানগঞ্জে অভিষেকের সভা

আজ তুফানগঞ্জে একেবারে প্রচারের শেষবেলায় প্রচার সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ এপ্রিল কোচবিহারের তুফানগঞ্জে ভোট। বুধবারই সেখানে পর পর দুটি সভা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তৃতীয় দফার ভোটে সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনায় রাজ্য পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন তিনি। ভোট এলে পুলিশও বিজেপির হয়ে যায় বলে আক্রমণ শানিয়েছেন মমতা। এমনকী আরামবাগের ওসির ওপর নজর রাখছি বলেও হুমকি দিয়েছেন তিনি। তার পরের দিনই তুফানগঞ্জে নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহকে নিশানা অভিষেকের

তুফানগঞ্জের সভা থেকে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন অভিষেক। কোচবিহারে এসে অমিত শাহ দাবি করেছিলেন অনুপ্রবেশ রুখতে পারছে না মমতা সরকার। বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ রুখে দেবে। তাই বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। বিজেপি নেতার সেই মন্তব্যের সমালোচনা করে অভিষেক বলেছেন, সীমান্ত পাহারা দেয় বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রের আওতায় রয়েছে। কাজেই বিএসএফ যদি অনুপ্রবেশ রুখতে না পারে তাহলে তার দায় কেন্দ্রের। তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নারায়ণী ব্যাটেলিয়ন নিয়ে নিশানা

অমিত শাহ কোচবিহারে সভা করতে এসে সিআরপিএফে নারায়ণী ব্যাটেলিয়ন তৈরির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু অমিত শাহের সেই ঘোষণা যে একেবারেই মিথ্যে প্রতিশ্রুতি গতকালই তা দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের দিন আবার অভিষেকও সেই একই দাবি করেছেন। তুফানগঞ্জের সভা থেকে অভিষেক বলেছেন যে নারায়ণী সেনা তৈরির ঘোষণা করেছিলেন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক বলছে এমন কোনও ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব তাঁদের কাছে আসেনি। তাহলেই স্পষ্ট হয়ে যায় কেবল মাত্র ভোট পাওয়ার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

ফের তৃণমূল সরকার আসবে

ফের তৃণমূল কংগ্রেস সরকারই রাজ্যে আসবে। ২ মে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে রাজ্যে। তিনি অভিযোগ করেছেন পরিকল্পনাহীন লকডাউনের কারণে দেশের অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন। ফের পরিস্থিতি সংকট জনক জায়গায় চলে যাচ্ছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিয়েছেন।পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে এনেছেন।

আইপিএল অভিযান শুরুর আগে সতীর্থদের যা বললেন আরসিবি অধিনায়ক বিরাট, দেখুন ভিডিও

Know all about
অভিষেক বন্দ্যোপাধ্যায়