শিবপ্রিয় দাশগুপ্ত : দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত টালিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এবারের বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা, তৃণমূল ও বিজেপি-র তিন চেনা মুখের লড়াই। তৃণমূলের অরূপ বিশ্বাস, সিপিএম-এর দেবদূত ঘোষ ও বিজেপি-র বাবুল সুপ্রিয়, এই ত্রয়ীর মধ্যে এখনও পর্যন্ত কে আগিয়ে রয়েছেন সেটা অনুসন্ধান করা খুব জটিল বিষয়। তার ওপর এবারের রাজ্য রাজনীতিতে অনেকগুলি ফ্যাক্টর কাজ করছে। প্রথমত এবার তৃণমূল ছেড়ে বহু মন্ত্রী, বিধায়ক, সাংসদ বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি তৃণমূলের এই নেতানেত্রীদের নিয়ে দলকে সাজিয়ে নিয়েছে। আর এই ভাবে দলত্যাগী তৃণমূলীদের নিয়ে বিজেপি-র দল গঠনের বিষয়টিকে কটাক্ষ করছে সংযুক্ত মোর্চা। এই আবহে এবার টালিগঞ্জের বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী ১০ এপ্রিল।
টালিগঞ্জের বর্তমান বিধায়ক অরূপ বিশ্বাস। তিনি গত ২০১৬-র বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী মধুজা সেন রায়কে ৯ হাজার ৮৯৬ ভোটে পরাজিত করেন। অরূপ বিশ্বাস পেয়েছিলেন ৯০ হাজার ৬০৩টি ভোট। মধুজা পেয়েছিলেন ৮০ হাজার ৭০৭টি ভোট। অঙ্কের হিসেবে অরূপ বিশ্বাস খুব বেশি লিড পাননি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। এবার বিজেপি একদিকে আবার সংযুক্ত মোর্চা একদিকে। এই জোড়াফলায় এবার কাহিল টালিগঞ্জের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
তৃণমূলের মিছিলের চাইতে টালিগঞ্জের সংযুক্ত মোর্চার মিছিলে , রোড শো-তে বেশি ভিড় হচ্ছে। ১১২ নম্বর ওয়ার্ড দিয়ে সম্প্রতি খুব কম দিনের ব্যবধানে সংযুক্ত মোর্চার রোড শো করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র। তার কয়েকদিন পরই অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করেন অমিতাভ পত্নী জয়া বচ্চন। কিন্তু তৃণমূলের এই রোড শো-তে তেমন ভিড় ছিল না যেটা ছিল দেবদূত ঘোষের সমর্থনে সংযুক্ত মোর্চার রোড সে-তে। আর বাবুল সুপ্রিয় এই একই ১১২ নম্বর ওয়ার্ড-এর রাস্তা দিয়ে রোড শো করেছেন, তাতে হাতে গোনা কয়েকটি গাড়ি আর একটি ভ্যান-এ নিরাপত্তাবেষ্টনীতে দাঁড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়।
তাই টালিগঞ্জের এবারের লড়াই হবে তৃণমূল বনাম সংযুক্ত মোর্চার। এই এলাকাটা উদ্বাস্তু প্রধান। বেশিরভাগ কলোনী রয়েছে এখানে। তবে বিগত ১০ বছরে টালিগঞ্জ এলাকার ছবিটাই বদলে দিয়েছে তৃণমূল সরকার। কিন্তু বিরোধীরা বলছে তৃণমূলের সব উন্নয়নের পিছনেই রয়েছে দুর্নীতি। সরকারে থাকলে কাজ করাটা সরকারের দায়িত্ব। তৃণমূল যা করেছে সেটা বেশি কিছু করেনি। মানুষ বলছেন, “আমরা এবার টালিগঞ্জে পরিবর্তন চাই।”
তৃণমূল কী এবার চাপে রয়েছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে? এর উত্তরে তৃণমূল বলছে, “খেলা হবে”। বিজেপি বলছে “ভয়ঙ্কর খেলা হবে”। সংযুক্ত মোর্চা বলছে আমরা ধর্মস্থান নয়, কর্মস্থান চাই, মানুষের পেটে ভাত চাই, সবার জন্য চাকরি চাই। দেখা যাক মানুষ কাদের স্লোগানে ভরসা রাখে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.