মুম্বই: ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর৷ করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন সচিন তেন্ডুলকর৷ বাড়ি ফিরেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানালেন ‘ক্রিকেটঈশ্বর’৷ তবে বাড়ি ফিরেও আইসোলেশনে রয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’৷

২৭ মার্চ করোনা আক্রান্তের কথা নিজেই টুইটারে জানিয়েছিলেন লিটল মাস্টার৷ এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সচিন৷ কিন্তু ৬ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার বাড়ি ফিরলেন কিংবদন্তি এই ক্রিকেটার৷ বাড়ি ফিরেই ফ্যান ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান৷

এদিন বাড়ি ফিরে টুইটারে সচিন লেখেন, “I have just come home from the hospital and will remain isolated while continuing to rest and recuperate. I would like to thank everyone for all the good wishes and prayers. Really appreciate it.” তিনি আরও বলেন, ‘আমি চিরদিন কৃতজ্ঞ থাকব, যে সকল স্বাস্থ্যকর্মী আমাদের দেখাশোনা করেছেন৷ শুধু তাই নয়, টানা এক বছর দরে তারা অক্লান্ত পরিশ্রম করে পরিস্থিতির সঙ্গে লড়াই করে চলেছে৷’

গত শুক্রবার অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছরের পূর্তিতে নিজেই টুইট করে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন সচিন৷ টুইটারে তিনি লিখেছিলেন, ‘সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি, কিছু দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।’

সচিনের এই টুইটের পরই কিংবদন্তি ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছিলেন ওয়াসিম আক্রম৷ তাঁর সমসাময়িক কিংবদন্তিকে শুভেচ্ছা জানিয়ে পাক কিংবদন্তি পেসার টুইটারে লিখেছিলেন, “Even when you were 16, you battled world’s best bowlers with guts and aplomb… so I am sure you will hit Covid-19 for a SIX! Recover soon master! Would be great if you celebrate India’s World Cup 2011 anniversary with doctors and hospital staff… do send me a pic!”

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।