কেন্দ্র–রাজ্য সংঘাতের মাঝেই পাঁচ লক্ষ ভ্যাকসিন ডোজ নষ্টের অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিরুদ্ধে

একদিকে যখন পর্যাপ্ত ভ্যাকসিন ডোজ না পাওয়ার জন্য কেন্দ্রকে দুষছে মহারাষ্ট্র সরকার, ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর বৃহস্পতিবার অভিযোগ তুলছেন যে রাজ্য সরকারের কৌশলের অভাবে পাঁচ লক্ষ কোভিড–১৯ ভ্যাকসিন ডোজ অপচয় হয়েছে মহারাষ্ট্রে।

কেন্দ্র–রাজ্য সংঘাতের মাঝেই পাঁচ লক্ষ ভ্যাকসিন ডোজ নষ্টের অভিযোগ উঠল মহারাষ্ট্রের বিরুদ্ধে

মহারাষ্ট্রের বাসিন্দা জাভড়েকর, মুম্বইয়ে বিজেপি দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে জানান যে তিনি সব তথ্য সংগ্রহ করেছেন এবং মহারাষ্ট্র সরকারের কাছে ২৩ লক্ষ ভ্যাকসিন ডোজ উপলব্ধ। প্রসঙ্গত, বুধবারই মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে জানান যে ভ্যাকসিন ডোজের ঘাটতির জন্য রাজ্যের বহু টিকাদান কেন্দ্রগুলিকে বন্ধ রাখতে হয়েছে। এখন রাজ্যের কাছে ১৪ লক্ষ ডোজ রয়েছে, যা আগামী তিনদিন চলবে। জাভড়েকর এ প্রসঙ্গে বলেন, '‌আমি খুব স্পষ্ট করে জানাতে চাই যে মহারাষ্ট্র সরকারের কাছে এখনও ২৩ লক্ষ ভ্যাকসিন ডোজ রয়েছে, যা পাঁচ–ছয়দিনের জন্য যথেষ্ট। গ্রাম এবং জেলায় ভ্যাকসিন সরবরাহ করার দায়িত্ব রাজ্য সরকারের।’‌

জাভড়েকর অভিযোগ তুলেছেন যে মহারাষ্ট্র সরকার পাঁচ লক্ষ ডোজ নষ্ট করেছে এবং এটা মোটেও খুব কম পরমাণ নয়। সরকারের কৌশলের অভাবেই এই ডোজগুলি নষ্ট হয়েছে। টিকাকরণ কর্মসূচি নিয়ে কি কৌশল গ্রহণ করা হবে তা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের ওপর। মন্ত্রী আরও জানিয়েছেন যে অন্যান্য রাজ্যে ভ্যাকসিন বরাদ্দের চেয়ে মহারাষ্ট্র বেশি করে ভ্যাকসিন ডোজ পেয়েছে।

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের মাঝেই কোভিড ভ্যাকসিন ডোজের ঘাটতি নিয়ে কেন্দ্র–মহারাষ্ট্র সরকারের সংঘাত তুঙ্গে। এরই মাঝে বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন যে রাজ্যে তারা কম ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে। দেশের মধ্যে যেখানে সর্বাধিক করোনা কেস দেখা দিয়েছে সেই রাজ্যের সঙ্গে বৈষম্য করার অভিযোগ তোলা হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে। রাজেশ টোপে জানিয়েছেন মহারাষ্ট্রে যেখানে ৫০ হাজারের বেশি সক্রিয় করোনা কেস রয়েছে, সেখানে কেন্দ্র মাত্র ৭.‌৫ লক্ষ ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে। অথচ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও গুজরাত এর চেয়ে বেশি ডোজ পেয়েছে।

টিকা সরবরাহে দেরি, সেরামকে আইনি নোটিশ অ্যাস্ট্রাজেনেকার