শেষ বেলায় বাতিল মিঠুনের একাধিক কর্মসূচি, থানায় ধরনা বিজেপির তারকা প্রার্থীর

চতুর্থদফায় নির্বাচনী প্রচার এদিন বিকেলেই শেষ হচ্ছে। কিন্তু শেষবেলায় বিজেপির (bjp) স্টার প্রচারক মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) একাধিক কর্মসূচি বাতিল হয়ে গিয়েছে। এদিন সকালের দিকে বেহালা (behala) ও টালিগঞ্জে (tollygunge) রোড শো করার কথা ছিল তাঁর। কর্মসূচি বাতিল হওয়া নিয়ে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

বেহালা পশ্চিমে কর্মসূচি বাতিল

এদিন সকালে মিঠুন চক্রবর্তীর রোড শো হওয়ার কথা ছিল বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমর্থনে। কিন্তু শেষ মুহুর্তে পুলিশের অনুমতি না পাওয়ায়, তা বাতিল হয়ে যায়। থানার সামনেই সাজানো গোছানো অবস্থায় ছিল রোড শো-এ ব্যবহারের জন্য গাড়িটি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁকে ফোন করেছিলেন মিঠুন চক্রবর্তী। রোড শো বাতিলের পরে বিজেপির তরফ থেকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ডোর-টু-ডোর ক্যাম্পেনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, তারও অনুমতি দেয়নি পুলিশ।

থানায় ধরনা বিজেপি প্রার্থী

হারের ভয়েই মিঠুন চক্রবর্তীর এদিনের কর্মসূচি বাতিল করা হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর দাবি, তিনি এলাকার মেয়ে। রোড শো বাতিলের খবর পাওয়ার পরেই থানা ঘেরাও করেন বিজেপির কর্মী সমর্থকরা। একাধিক রাস্তায় অবরোধনও করা হয়। তিন কর্মীকে নিয়ে থানায় যান প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরে থানা থেকে বেরিয়ে দাবি করেন, পুলিশ কর্মীরা তাঁদের প্রশ্নের কোনও উত্তর দিতে পারেননি।

টালিগঞ্জে কর্মসূচির সময়ের পরিবর্তন

এদিকে এদিন সাড়ে এগারোটা নাগাদ প্রার্থী বাবুল সুপ্রিয়কে সঙ্গে নিয়ে টালিগঞ্জেও রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তী। সেই রোড শো-তেও পুলিশ অনুমতি দেয়নি। তবে পরে সময়ের পরিবর্তন করা হয়। বিজেপি সূত্রে জানানো হয়েছে, বেলা একটার সময় টালিগঞ্জে উত্তর কুমারের স্ট্যাচু থেকে মিঠুন চক্রবর্তীর রোড শো শুরু হবে।

সঠিক সময়ে করা হয়নি আবেদন

তবে পুলিশ সূত্রে খবর, এই ধরনের অনুমতির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিজেস্ব অ্যাপ রয়েছে। এব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফলে তাদের কিছুই করার নেই। সঠিক সময়ে সঠিকভাবে অনুমতি না নেওয়াতেই এই পরিস্থিতি বলেও মনে করছেন শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিকরা।

বিভিন্ন সময়ে বামদল ছেড়ে বিজেপি-তৃণমূল-কংগ্রেসে যোগদান, তালিকা হার মানাচ্ছে ঘাসফুল-গেরুয়া শিবিরকেও

More BJP News