১৫ দিনে রাষ্ট্রপতি শাসন জারি মহারাষ্ট্রে, দাবি বিজেপির! জল্পনার মাঝেই পাল্টা তোপ সেনার

মহারাষ্ট্রের মহা বিকাশ অঘাড়ি সরকারকে ফেলতে নোংরা রাজনীতি করা হচ্ছে৷ তবে এই ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করেছেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত৷ উল্লেখ্য এদিনই বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পালিত দাবি করেন যে আগামী ১৫ দিনের মধ্যে আরও দুই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এবং মহারাষ্ট্রে শীঘ্রই রাষঅট্রপতি শাসন জারি করা হবে।

তোলাবাজি কাণ্ডে নাম জড়িয়েছে দুই মন্ত্রীর নাম

মুম্বই পুলিশের সাসপেন্ডেড আধিকারিক সচিন ওয়াজে সম্প্রতি তাঁর লেখা একটি চিঠিতে দাবি করেন, রাজ্য়ের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তাঁর কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন৷ এই টাকা না দিলে তাঁকে যে মুম্বই পুলিশের চাকরি খোয়াতে হবে, তেমন হুঁশিয়ারও নাকি দেওয়া হয়েছিল ওয়াজেকে৷ এছাড়াও রাজ্য়ের আর এক মন্ত্রী অনিল পরব নাকি ওয়াজেকে ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায় করতে বলেছিলেন৷

হিরেন মনসুখের অস্বাভাবিক মৃত্যু

শিল্পপতি মুকেশ আম্বানির মুম্বইয়ের বাড়ির কাছে বিস্ফোরকবোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছেন সচিন ওয়াজে৷ তাঁর বিরুদ্ধে এই একই ঘটনায় ব্য়বসায়ী হিরেন মনসুখের অস্বাভাবিক মৃত্য়ুতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে৷

ওয়াজের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন অনিল পরব

ইতিমধ্যেই ওয়াজের তোলা অভিযোগ খারিজ করে দিয়েছেন অনিল পরব৷ এই শিবসেনা নেতার দাবি, তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত৷ প্রয়াত শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরের নামে শপথ করে পরব বলেন, তিনি কখনও কোনও অন্যায় করেননি৷

সঞ্জয় রাউতের তোপ

বৃহস্পতিবার গোটা ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সঞ্জয় রাউত বলেন, ইদানীং জেলবন্দি অভিযুক্তদের কাছ থেকে চিঠি আসার এক নয়া ট্রেন্ড শুরু হয়েছে৷ তাঁর কথায়, 'এমন নোংরা রাজনীতি ভারতবর্ষ আগে কখনও দেখেনি৷ ব্য়ক্তির চরিত্র হননের জন্য জাতীয় সংস্থাগুলিকে ব্য়বহার করা হচ্ছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেলকে কাজে লাগানো হচ্ছে৷ জেলবন্দী অভিযুক্তরা একের পর এক চিঠি পাঠাচ্ছেন৷'

'মহারাষ্ট্রের সরকার ফেলার জন্যই এতসব কাণ্ড ঘটানো হচ্ছে'

সঞ্জয় রাউতের অভিযোগ, মহারাষ্ট্রের সরকার ফেলার জন্যই এতসব কাণ্ড ঘটানো হচ্ছে৷ তবে এই প্রয়াস সফল হবে না বলে তাঁর দাবি৷ অনিল পরব সম্পর্কে তিনি বলেন, 'আমি অনিল পরবকে চিনি৷ তিনি একজন কট্টর শিব সৈনিক৷ বালাসাহেব ঠাকরের নামে শপথ করে তিনি কখনও মিথ্যা কথা বলবেন না৷'

More SANJAY RAUT News