অ্যামাজন নিয়ে এসছে ঘুরতে পছন্দ করা মানুষের জন্য বিশেষ অফার। Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার ব্যাগের ওপর ৬৪% ছাড় মিলছে গ্রাহকদের।

প্রায় সকলে ঘুরতে যেতে ভালোবাসে। তবে এমন অনেক মানুষ আছে যাদের কাছে ঘুরতে যাওয়াটা বাঁচার রসদ। আবার অনেক আছেন যাদের বিভিন্ন জায়গায় মানুষকে ঘুড়িয়ে দেখানো পেশা। আর এই সকল মানুষের জন্য অ্যামাজন নিয়ে এসেছে খুশির সংবাদ। অ্যামাজন Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার ব্যাগের ওপর মিলছে বিশেষ ছাড়।

Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার ব্যাগ মিলছে ৮৯৯ টাকায়। শুনলে অবাক হবেন এই ৫৫ লিটার ব্যাগের আসল দাম ২,৫০০ টাকা। ভ্রমণ প্রিয় মানুষের কথা ভেবে অ্যামাজন এই ব্যাগের ওপর দিচ্ছে ৬৪% ছাড়। যার ফলে গ্রাহক Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার ব্যাগ কিনে সাশ্রয় করবে প্রায় ১,৬০১ টাকার মতো বিপুল টাকা।

গ্রাহকরা Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার ব্যাগ অ্যামাজনে অর্ডার দিলে ৭ এপ্রিল পর্যন্ত পাবে ফ্রি ডেলিভারির ব্যবস্থা। এর পাশাপাশি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রিডিট কার্ড থাকলে মিলবে ৫% ছাড়ের মতো সুবিধা এবং প্রাইম মেম্বাররা পাবে ৩% ছাড়।

ভ্রমণ ও ব্যবহারের জন্য কলেজ এবং স্কুল ছাত্র এবং পুরুষ এবং মহিলাদের জন্য তৈরি করা হয়েছে এই টুরিজম ব্যাগ। বৃহত আকারের কালো এবং ধূসর রঙের ট্র্যাকিং ব্যাগে রয়েছে জুতাগুলির জন্য পৃথক পকেট সহ পোশাক রাখার একটা বড়ো জায়গা। এর সঙ্গে অন্যান্য আনুষাঙ্গিক এবং জলের বোতল একাধিক পকেট রয়েছে এই ব্যাগে। ক্যামেরার জন্য একটি জায়গার পাশাপাশি বইপত্র বহন করা যাবে এই টুইজম ব্যাগে।

Fur Jaden 55 LTR Rucksack Travel Backpack Bag ৫৫ লিটার এই ব্যাগে রয়েছে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা। ব্যাগে তৈরিগত কোনও সমস্যা থাকলে বা কেনার পরে গ্রাহক নিরাশ হলে ৩০ দিনের পরিবর্তন পরিষেবা পাবে গ্রাহকরা।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।