কলকাতা: গরম মানেই আমরা এমন পোশাক পরতে চাই যা পরে ঘণ্টার পর ঘণ্টা কাটালেও প্যাচপ্যাচে ঘামে কোনো সমস্যা বা অস্বস্তি হবে না। বিশেষ করে এই গরমে অফিস যাওয়া, ৯ ঘণ্টা কাজ করা ও ফেরা সব মিলয়ে সে রীতিমতো একটা যুদ্ধ যেন। তাই মেয়েদের জন্যে পোশাকের ভান্ডারের মধ্যে থেকে গরমে টিউনিক পরে কাজে বেরনোর মজাই আলাদা। নানা ধরণের ডিজাইনার টিউনিক রয়েছে বাজারে। যারা জানেন না তারা এখনই পড়ুন। প্রতিটি টিউনিক দেখতে সুন্দর ও আলাদা।

১. বেজ টিউনিক: গরমকালে সর্বদা হালকা রঙের পোশাক পরা উচিত। তাই অফিসের ক্ষেত্রে সাদা রঙ খারাপ আরো অনেক হালকা রঙ রয়েছে যা পরতে পারেন। এর মধ্যে কলার দেওয়া ভি নেক বেজে টিউনিকটি বেশ স্মার্ট লুক এনে দেবে। ফুলস্লিভ হাতা রয়েছে যা ট্যান থেকে হাতকে বাঁচাবে।

২. রেড সার্ট স্টাইল টিউনিক: এটি খাদির কাপড় দিয়ে তৈরি হওয়ায় গরমকালের জন্যে খুব আরামদায়ক। রাস্ট রেড রঙের এই টিউনিক জিন্স বা প্লাজো দিয়ে পরতে পারেন। ছোট হাতা হওয়ায় গরম কম লাগবে।

৩. ফিউসান হোয়াইট এন্ড গ্রে টিউনিক: এর সাদা-ছাই রাঙা স্ট্রাইপ একেবারে অফিস মিটিংয়ের জন্যে বেস্ট। কলার ও সঙ্গে স্লিভলেস হাতা আপনাকে দেবে আরামদায়ক লুক আর শোভা।

৪. ব্ল্যাক প্রিন্টেড এ লাইন টিউনিক: অফিস পার্টির জন্যে জমিয়ে দেবে আপনার সাজ। কানে দুটো ঝুমকো পড়লেই সাজ সম্পূর্ণ। স্মার্ট লুক রয়েছে ও সুতির কাপড় দিয়ে তৈরি হওয়ায় বেশ আরামদায়ক সারাদিন পরে থাকার জন্যে।

৫. গ্রে এন্ড ব্ল্যাক টিউনিক: ছাই রঙা টিউনিকের নিচের দিকে কালো রঙের সব ছোঁয়া। হাতা স্লিভলেস ও সঙ্গে পরুন মানানসই গয়না।

৬. হলুদ বেলুন স্লিভস: এক্ষেত্রে একরঙা এই টিউনিকটির বিশেষ আকর্ষণ হলো বেলুন স্লিভস। দুইদিকে হাতা থাকবে ফুলে। অফিস পার্টির জন্যে চোখ বন্ধ করে কিনতে পারেন এটি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।