মানুষ মারার পরিকল্পনা করছেন! মমতাই আসল বিজেপি, ভাঙড়ের সভা থেকে বিস্ফোরক আব্বাস

নির্বাচনের আগে এটাই ছিল ভাঙড়ে আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) শেষ সভা। নিজের ভাই নৌশাদ সিদ্দিকির সমর্থনে হওয়া সংযুক্ত মোর্চার (united alliance) সভা থেকে সুর চড়ালেন পিরজাদা আব্বাস সিদ্দিকি। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) মানুষ, মারার পরিকল্পনা করছেন।

রাজ্যে বিজেপিকে এনেছেন মমতাই

এদিন ভাঙড়ের সভা থেকে আব্বাস সিদ্দিকি অভিযোগ করেন, রাজ্যে বিজেপিকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। ১৯৯৮ সালে তিনি বাজপেয়ির হাত ধরেছিলেন। একইসঙ্গে সভা করেছিল। ১৯৯৯ সালে তিনি বাজপেয়ি মন্ত্রিসভায় রেলমন্ত্রী হন। আবার ২০০২ সালে মন্ত্রী। সেই বছরেই গুজরাত দাঙ্গা হয়। আব্বাস অভিযোগ করেন, গুজরাত দাঙ্গার সঙ্গে যুক্ত নরেন্দ্র মোদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি বলেন, মমতাই আসল বিজেপি।

মমতাকে চ্যালেঞ্জ

এদিন তিনি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানান। প্রসঙ্গত ৩ এপ্রিল তারকেশ্বরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভাই বোনেদের কাছে ভোট ভাগ না করতে আহ্বান জানিয়েছিলেন। যা নিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি নাম না করে আব্বাস সিদ্দিকিকে আক্রমণ করে বলেছিলেন, বিজেপির কাছ থেকে ঘুষ নিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন। যা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন আব্বাস। তিনি বলেন, অভিযোগ প্রমাণ করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা নিজেই একটা সময় বিজেপির হাত ধরে সুবিধা নিয়েছিলেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।

বিমানবন্দরের নাম পরিবর্তনকে সমর্থন

আব্বাস বলেন, কলকাতা বিমানবন্দর রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে। সুভাষচন্দ্র বসু আমাদের দেশের নেতাষ স্বাধীনতার যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাঁর নামে থাকা বিমানবন্দরের নাম পরিবর্তন করতে চায় বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সমর্থন জুগিয়েছিলেন ছিলেন অভিযোগ করেছেন আব্বাস।

মানুষ মারার পরিকল্পনা

তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে হাতা, খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন। সাধারণ মানুষ তা করলে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। ফলে মানুষ মরবে। তাই নিয়েই আবার রাজনীতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে মারতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন আব্বাস।

সন্ধের মধ্যেই জেলায় জেলায় কালবৈশাখী, পূর্বাভাস হাওয়া অফিসের

More ABBAS SIDDIQUI News