Amazon Basics Security Safe লকারের দামের ওপরে বিশেষ ছাড় দিচ্ছে অ্যামাজন। এই লকার ই-কমার্স সাইটে মিলছে ৪,২৬৯ টাকায়। দামের ওপর গ্রাহকদের মিলছে ২৯ % ছাড়। পাশাপাশি নো কস্ট ইএমআই এর ব্যবস্থাও রয়েছে এই লকারের জন্য।

Amazon Basics Security Safe লকারের ওপর বিশেষ অফারে মিলছে গ্রাহকদের। এই লকার অ্যামাজনে পাওয়া যাচ্ছে ৪,২৬৯ টাকায়। গ্রাহকদের এই লকারের ওপর ২৯% বিশেষ বিশেষ ছাড় দিচ্ছে। এই অধিক ছাড়ের ফলে গ্রাহকরা এই লকার ক্রয় করে সাশ্রয় করবে ১,৭৩১ টাকা। এছাড়াও অফার ছাড়া অ্যামাজনে এই লকারের দাম ৬০০০ টাকা।

গ্রাহকরা ৮ এপ্রিল এর মধ্যে Amazon Basics Security Safe লকার অ্যামাজনে অর্ডার দিলে পাবে ফ্রি ডেলিভারির সুবিধাও।  পাশাপাশি কোম্পানির তরফে ত্রুটিগত সমস্যা থাকলে ১০ দিনের মধ্যে পরিবর্তনের সুবিধাও পাবে গ্রাহক।

বাড়িতে নানা দরকারী সামগ্রী, গয়না এবং কাগজপত্র থাকে। সমস্ত কিছু ব্যাঙ্কের লকারে রাখা সম্ভব হয়ে ওঠেনা। আর তায় বাড়িতে নানা সামগ্রী, গয়না এবং কাগজপত্র নিরাপদে রাখার জন্য খুব উপকারী হচ্ছে Amazon Basics Security Safe লকার। ১৪ লিটারের এই লকারে থাকছে ইলেকট্রনিক লক এবং ২ টো এমারজেন্সি চাবির ব্যবস্থা। এই এমারজেন্সি চাবি দেওয়া হচ্ছে গ্রাহকের কখনও লকারের পাসওয়ার্ড ভুলে যাবার কারণে। সঙ্গে থাকছে এলইডি ব্যবস্থা যা পাসওয়ার্ড দেখার জন্য। আবার এই এলইডি আলোর মাধ্যমে নির্দেশ করবে লক হওয়া, খোলা এবং ব্যাটারি শেষ হলে। লোহার বডির ওপরে কারপেট ফ্লোরের কারণে দাগ থেকে রক্ষা করবে লকারকে।

অ্যামাজনে ২০১ টাকা দিয়ে ইএমআই শুরু করতে পারে গ্রাহকরা। অ্যামাজনে গ্রাহকরা ইএমআই এর জন্য ব্যবহার করতে পারবে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, বড়োদা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, এইচডিএফসি ব্যাঙ্ক ক্রডিট কার্ড, সিটি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, কোটাক এসবিআই ও ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড।

অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের  মাধ্যমে গ্রাহকরা ২ মাসের ভাগে ইএমআই দিতে পারবে। ৩ মাস এবং ৬ মাসে হিসেবে Amazon Basics Security Safe লকারের জন্য গ্রাহকরা ইএমআই দিতে পারবে ১,৪২৩ টাকা, ৭১২ টাকা। পাশাপাশি থাকছে ১ বছরের ওয়ারেন্টি পরিষেবাও মিলবে গ্রাহকদের।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।