'দিদি ও দিদি..' বিতর্কের মাঝে আজ প্রধানমন্ত্রীর ডাকা কোভিড-বৈঠকে মমতার উপস্থিতি নিয়ে জল্পনা

করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে উদ্বেগজনক অবস্থা। ৮ এপ্রিলও দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক গ্রাফে ১.২৬ লাখের গণ্ডি পার করেছে। এমন এক পরিস্থিতিতে আজ দেশে কোভিড রুখতে এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। আর সেখানেই মমতার উপস্থিতি নিয়ে জল্পনা রয়েছে।

মমতা সম্পর্কে কী জানা যাচ্ছে?

সংবাদসংস্থা এএআই সূত্রের খবর, এদিন মোদীর সঙ্গে বৈঠকে বসতে নাও পারেন মমতা। জানা যচ্ছে সেক্ষেত্রে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রতিনিধিত্ব করতে পারে আলাপন বন্দ্যোপাধ্যায়।

মোদী-মমতা সংঘাত!

এদিকে, রাজ্যে প্রচারে এসে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে একের পর এক আক্রমণ শানিয়েছেন প্রধান মন্ত্রী। মমতাকে 'দিদি ও দিদি' সুরে মোদীর কটাক্ষ ঘিরে প্রবল তোপ দাগে মমতা শিবিরও। এ নিয়ে মুখ খোলেন খোদ মমতা।

মমতার সভা আজ

এদিকে, জানা গিয়েছে টাইট শিডিউলে আজ রয়েছেন মমতা। রাজ্যের নির্বাচনে দলীয় সভা রয়েছে মমতার। সেক্ষেত্রে ৪ টি জনসভা আজ করবেন মমতা। হুগলি, হাওড়া, বেহালায় রয়েছে মমতার সভা। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন যে করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করে দিতে পারে তাঁর প্রধান বিরোধী দল। তিনি সাফ জানান, এমনটা হলে তার বিরুদ্ধে লড়াই শুরু করবে তৃণমূল। এদিকে, ভোট যখন চতুর্থ দফার দোরগোড়ায় তখন কমিশনের অফিসের সামনে পিপিই কিট পরে বিক্ষোভ দেখাতে দেখা যায় কয়েকজনকে। তাঁদের দাবি, ভোট বাতিল করতে হবে।

ভারতের করোনা গ্রাফ

ভারতে করোনার দ্বিতীয় স্রোতে রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি দেখা দিতে শুরু করেছে। এদিন দৈনিক আক্রান্ত ১ লাখ ২৬ হাজারের ঘর পেরিয়েছে। ক্রমেই মৃতের সংখ্যার দৈনিক হারও আতঙ্কে রাখছে দেশকে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার সংখ্যা ৫৯,২৫৮ জন বলে জানা গিয়েছে। করোনার জেরে মোট ১,২৯ ,২৮,৫৭৪ জন আক্রান্ত দেশে। সুস্থ হয়েছেন মোট ১, ১৮,৫১৩৯৩ জন। দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৯,০১,৯৮,৬৭৩ জনকে।

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News