'বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ'
সূর্যকান্ত মিশ্র এদিন সাফ জানান, তাঁরা অতীতেও বহুবার দাবি করেছেন যে, ভোট পরবর্তী সময়ে যদি তৃণমূল বা বিজেপি কেউই সংখ্যাঘরিষ্ঠতা না পায় , তবে ওই দুই দল মিলেই সরকার গড়তে পারে। সূর্যকান্ত মিশ্রর মতে,'বিজেপি, তৃণমূল এক মুদ্রার দুই পৃষ্ঠ'।
বামেরা কোন স্টান্স নেবে?
যদি এমন পরিস্থিতি ভোটের পর তৈরি হয়, যেখানে বিজেপি বা তৃণমূল দুই দলই সংখ্য়াগরিষ্ঠতা না পায়, তাহলে দুপক্ষের থেকেই দূরত্ব বজায় রাখবে বামেরা। সূর্যকান্তের খোঁচা 'তৃণমূলের জন্মলগ্নে বিজেপি ও আরএসএস-র অবদানের কথা সবাই জানেন।' সূর্যকান্ত মিশ্রের মতে বিজেপি ও তৃণমূল একজোট হলে তাদের কোনও মতেই ৫০ শতাংশ জিততে দেওয়া যাবে না। 'কারণ বিজেপি পরিচালিত হয় নাগপুর থেকে' বলে মন্তব্য করেন সূর্যকান্ত।
অধীরের বক্তব্য কী ছিল?
'এমনও হতে পারে, সংযুক্ত মোর্চা যখন নবান্ন দখল করতে যাচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজেই বাঁচার জন্য সংযুক্ত মোর্চার সঙ্গী হল। বা সংযুক্ত মোর্চার কাছে আবেদন করল'। একথা বুধবার প্রেসক্লাবে বলেছিলেন অধীর চৌধুরী। তবে তাঁর সেই দাবি ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়।
সূর্যকান্ত বুঝিয়ে দিলেন অবস্থান
এদিকে, সংযুক্ত মোর্চার তরফে অধীর চৌধুরীর বক্তব্য যে বামেরা সমর্থন করেনা, তা কার্যত স্পষ্ট করে দিলেন সূর্যকান্ত মিশ্র। বুঝিয়ে দিলেন যে বামেদের লড়াই মূলত বিজেপি ও তৃণমূল দুইয়ের বিরুদ্ধে। এদিন কার্যত অধীর চৌধুরীর মন্তব্যে সায় দেননি সূর্যকান্ত।