ফের উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ
ভয় ধরাচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড়লক্ষেরও বেশি মানুষ। একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ১,১৫,৭৩৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৭,৯২,১৩৫ জন। দেশে বাড়ছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৬৩০ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৬৬,১৭৭ জন। আগামী চার সপ্তাহ অত্যন্ত উদ্বেগ জনক হতে চলেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
কেন্দ্রের সাহায্য চাইল মহারাষ্ট্র
করোনা সংক্রমণের এক প্রকার বিস্ফোরণ ঘটেছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এক দিনে মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রের একাধিক জেলায়। শুধু মাত্র পুণেতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একদিনে প্রায় ১০ হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে একাধিক শহরে নাইট কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের সাহায্য চাইল মহারাষ্ট্র সরকার। কোন স্ট্রেন থেকে ছড়াচ্ছে করোনা তা জানতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাহায্য চাইল উদ্ধব সরকার।
আগামী ৪ সপ্তাহ উদ্বেগ জনক
দেশের উর্ধ্বমুখী করোনা গ্রাফ দেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী চার সপ্তাহ গোটা দেশের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক। পরিস্থিতি দেখে দিল্লি আগে থেকেই সতর্ক হয়েছে। দিল্লিতে জারি করা হয়েছে নাইট কার্ফু। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকছে নাইট কার্ফু। গুজরাত সরকারও ১০টি শহরে নাইট কার্ফু জারি করেছে।
নাইট কার্ফু জারি ওড়িশা, রাজস্থান, পাঞ্জবেও
মহারাষ্ট্রের সঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে ওড়িশা, রাজস্থান, পাঞ্জাবেও। রাজস্থানে টিকাকরণে গতি আনা হলেও সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে রাজস্থান সরকার নাইটকার্ফু জারি করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিেয়ছেন, পাঞ্জাবে করোনা সংক্রমণের ৮০ শতাংশই ব্রিটেনের স্ট্রেন থেকে ছড়াচ্ছে। বিয়েবাড়ির অনুষ্ঠান, নির্বাচন, কৃষক বিক্ষোভের মতো জমায়েত গুলি থেকেই করোনা সংক্রমণ বেশি ছড়াচ্ছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।