কলকাতা: কয়লা মানেই কালি। কয়লা মানেই কালো। কিন্তু সেই কয়লাই আপনার রূপের জৌলুস খুলে দিতে পারে সেটা জানেন কি? রূপচর্চার বাজারে কয়লার ভালো দর ছিল একটা সময়ে। তবে কেমিক্যাল প্রোডাক্টের বাজারে তার জায়গা মাঝখানে অনেকটাই পিছিয়ে গিয়েছিলো। তবে নিজ ক্যারিশ্মাতেই আবার তা সামনের সারিতে চলে এসেছে।

কেমিক্যাল প্রোডাক্টের মিথ্যে দাপটে যদি আপনার ত্বক পালাবার পথ খোঁজে, তা হলে শেষ আশ্রয় হলো চারকোল বা কয়লা। এক মাস টানা চারকোল দেওয়া প্রোডাক্ট ব্যবহার করলে হাতেনাতে মিলবে ফল।

 

নিজের ওজনের থেকে ১০০ থেকে ২০০ গুণ বেশি ওজনের ময়লা ও নোংরা ত্বক থেকে শোষণ করতে পারে এক একটা চারকোল কণা। গায়ের দুর্গন্ধ তাড়াতেও আবার খুব ভালো কাজ করে এটি। চারকোলের গুণে সময়কে আটকে রাখতে পারবেন ত্বকে। শরীর থেকে টক্সিন এবং ক্ষতিকর রাসয়ানিক পদার্থ দূর করে আলাদা জেল্লা দেয় ত্বকে। ডাক্তার এবং রূপ বিশেষজ্ঞরা তাই আজকাল প্রায়শই এমন ক্রিম, ফেস ওয়াশ বা ফেস প্যাক ব্যবহার করতে বলেন যার মধ্যে রয়েছে চারকোল। কী কী উপায়ে এটি ব্যবহার করতে পারেন তার উদাহরণ দেওয়া হলো নিচে।

১. ফেস ওয়াশ: এখন বাজারে একটার পর একটা ফেস ওয়াশ এসে ভিড় করছে। সেখানে শুধুই চারকোলের ছড়াছড়ি। সব ধরনের ত্বকে অ্যাকনে আর পিগমেন্টেশন আটকাতে এটি এতো ভালো কাজ দেয় যে সবার পছন্দের তালিকায় এখন এক নম্বরে কয়লার কণা মেশানো ফেস ওয়াশ রয়েছে। এমন কার্যকরী ফেস ওয়াশের সম্ভার পেতে রইলো একটি লিংক। এখানে ক্লিক করলে পাবেন নিজে চোখে দেখে পছন্দ করতে। দেখুন সেই লিংক।

 

২. সাবান: স্নানের সময় নিয়মিত চারকোল দেওয়া সাবান ব্যবহার করলে ত্বকের বহু সমস্যা, ‌ফুসকুড়ি খুব সহজেই চলে যাবে। আবার ঘামের দুর্গন্ধ থাকলে সেটাও নিমেষে চলে যাবে।

৩. টুথপেস্ট: টুথপেস্টে চারকোল থাকা মানে আপনার মাড়ি থাকবে একেবারে সুরক্ষিত। দূর হবে দাঁতের হলদেটে ভাব।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।