বাবুল,রুদ্র,রূপারা জোট বাঁধলেন ঋদ্ধিদের পাল্টা গানে, চতুর্থ দফার ভোটের আগে চড়ল প্রচার-পারদ

ভোট প্রচার, ভোটের যুদ্ধনীতির একটি বড় দিক। আর বাংলার ভোট সংস্কৃতিতে এই প্রচার ঘিরে বিভিন্ন যুগে নানান রকমের চমক দেখা গিয়েছে। ডিজিটাল জমানাতেও সেই ভোট প্রচারে নিত্য নতুন সংযোজন দেখা যাচ্ছে বিভিন্ন পার্টির প্রচার পর্বে। কয়েকদিন আগে অনির্বাণ, ঋদ্ধি, সব্যসাচীদের মতো বাংলার শিল্পীদের তরফে ভোটের মাঝেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এদিন কার্যত তার জবাব এসেছে বিজেপির তরফে।

'নিজেদের মতে, নিজেদের গান'

কয়েকদিন আগেই টলিউডের বুদ্ধিজীবী কৌশিক সেন থেকে পুত্র ঋদ্ধি, অভিনেতা অনির্বাণ, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীরা সামনে নিয়ে আসেন। গানটি লেখেন অনির্বাণ ভট্টাচার্য। যে গানে ফ্যাসিবাদের বিরোধিতার পাশাপাশি, 'পাকিস্তান দিয়ে গুন করো' শব্দটি ভাইরাল হয়ে যায়।

জবাব দিলেন বাবুল,রুদ্ররা!

এদিকে অনির্বাণদের এই গানকে কার্যত তুমুল তোপ দেগে পাল্টা একটি গানের ভিডিও সামনে আনলেন বাবুল সুপ্রিয় থেকে রুদ্রনীল ঘোষরা। চতুর্থদফার আগে বিজেপির তরফে প্রকাশিত এই গানে ঋদ্ধিদের গানকে কার্যত প্রতিটি লাইনে জবাব দিয়েছেন বাবুল থেকে রুদ্রনীল ও রূপারা।

কী রয়েছে গানের কথায়?

প্রসঙ্গত, অনির্বাণদের লেখা গানে রয়েছে 'তুমি পুরাণকে বলো ইতিহাস, আর ইতিহাসকে বলো পুরনো..। ' যার জবাবে বিজেপির লেখা গানে রয়েছে ' বড় যত্ন করে মিথ্যে বলে বিকৃত করো ইতিহাস' এর মতো লাইন রয়েছে।

বালাকোট থেকে সাঁইবাড়ি প্রসঙ্গে ঝড় তুলল গান

বিজেপির তরফে প্রকাশ্যে আনা এই গানে রয়েছে বালাকোট থেকে বাদুরিয়া প্রসঙ্গ। বলা হয়েছে 'তুমি বালাকোট মানোনা'। বামেদের পিন পয়েন্টে টার্গেট করে মরিচ ঝাঁপি থেকে সাঁইবাড়ির প্রসঙ্গ তোলা হয়েছে। ধুলাগড় থেকে এই গানে উঠে এসেছে গোয়েবলসকে নিয়েও বক্তব্য। সব মিলিয়ে ভোটের বাজারে এই গান আপাতত বিজেপি সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে।

মমতার তৃণমূলকে সমর্থন করবেন অধীর চৌধুরী! জল্পনা জিইয়ে দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা

Know all about
বাবুলসুপ্রিয় বড়াল

More BABUL SUPRIYO News