কোচবিহার: কোচবিহারে আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। একটি মাঠের মধ্যে তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাঁর গাড়ির উপর হামলা হয়েছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে।

বুধবার নির্বাচনী প্রচারে কোচবিহারে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। কোচবিহারের শীতলকুচিতে তাঁর উপর হামলা হয়। অভিযোগ, রাস্তাতে আচমকাই তাঁর গাড়ির উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা। গাড়ির উপর লাঠি নিয়ে হামলা চালায় তারা। ইটের টুকরো ছুঁড়ে মারা হয় বলেও অভিযোগ। দিলীপ ঘোষের অভিযোগ, বোমা ও বন্দুক নিয়ে তাঁকে এদিন আক্রমণ করা হয়। ঘটনার পর দিলীপ ঘোষ বলেছেন, “এ তো তালিবানি রাজ্য চলছে।” এভাবে চললে কীভাবে নির্বাচন হবে তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সভাপতি।

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তিন দফার নির্বাচন হয়ে গিয়েছে। বলাই বাহুল্য কোনও দফার নির্বাচনই সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়নি। এর মধ্যে আবার দিলীপ ঘোষের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, বেশ কিছু শিল্পীদের গাওয়া ‘আমরা এই দেশেতেই থাকবো’ গানটি তাঁর কেমন লেগেছে। তার উত্তরে তিনি বলেন, ‘‌আমি শিল্পীদের বলছি আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়, রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের উপর ছেড়ে দিন, না হলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।’‌ রাজ্য সভাপতির এমন মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় শুরু হয়।

এই প্রথম বার নয়। এর আগেও বহু ক্ষেত্রে দিলীপ ঘোষের বিশেষ কিছু নারী বিদ্বেষী এবং বহু কটুক্তি নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। তবে তিনি থামার পাত্র নন। তাই হাজার যুক্তি-তক্কো এবং গল্পের পরেও তিনি তার সেই সমস্ত বিতর্কিত মন্তব্যে অনড় থেকেছেন বরাবর। এবারও তার ব্যতিক্রম হল না। হাজার প্রতিবাদের মাঝেও তিনি তাঁর বক্তব্যে অনড়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনা পরিস্থিতির জন্য থিয়েটার জগতের অবস্থা কঠিন। আগামীর জন্য পরিকল্পনাটাই বা কী? জানাবেন মাসুম রেজা ও তূর্ণা দাশ।