১০ তারিখ পর্যন্ত ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস
শুধুই কি বৃষ্টি, নাকি তার সঙ্গে ঝড়ও? হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সঙ্গে ঝোড়া হাওয়া বইবে। ব্রজপাতেরও পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। আগামী ১০ তারিখ পর্যন্ত ব্রজবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জেলাগুলিতে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
বুধবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একনজরে
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামলেও আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে চরম অস্বস্তি থাকবে আবহাওয়ায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এই তাপমাত্রাও স্বাভাবিকের এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯ শতাংশ।
তাপমাত্রা স্বাভাবিকের নিচে, তবু গরমে হাঁসফাঁস
রবিবার মরশুমের প্রথম কালবৈশাখী হল রবিবার। যা স্বস্তি এনে দিয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টি হয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। কোথাও কোথাও আবার শিলাবৃষ্টিও হয়েছে। আকাশে হালকা মেঘ থাকায় তারপর থেকে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায়। কিন্তু অস্বস্তিকর অবস্থা জারি থাকে, বুধবারও তা থাকবে।
চৈত্রের শেষে গলদঘর্ম অবস্থা থেকে স্বস্তির আশায় বাংলা
তবে সপ্তাহান্তে তিনদিন বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা-ই স্বস্তি দিয়েছে বাংলাকে। ৮ এপ্রিল থেকেই মেঘাচ্ছন্ন হতে শুরু করবে তিলোত্তমার আকাশ। তারপর তিনদিন ধরে কালবৈশাখী তাণ্ডব দেখাতে পারে। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। চৈত্রের শেষে গলদঘর্ম অবস্থা থেকে স্বস্তির আশায় বাংলা।