|
করোনা আক্রান্ত স্যামস
আইপিএল শুরু হতে আর বাকি দুই দিন। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, দলের অন্যতম স্তম্ভ তথা অস্ট্রেলিয় অল রাউন্ডার ড্যানিয়েল স্যামস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিসিসিআই-এর বিধি মেনে ওই বিদেশি ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। স্যামসের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখছেন ডাক্তাররা।
ভারতে এসেই করোনা আক্রান্ত স্যামস
আইপিএল খেলতে গত ৩ এপ্রিল ভারতে এসেছিলেন ড্যানিয়েল স্যামস। তখন তাঁর কোভিড ১৯ টেস্ট নেগেটিভ এসেছিল বলে জানিয়েছে আরসিবি। দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার আগে অস্ট্রেলিয় ফাস্ট বোলারের আরও একবার করোনা টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে বলে বিরাট কোহলি শিবিরের তরফে জানানো হয়েছে। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয় অল রাউন্ডার। তিনি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি।
প্রথম ম্যাচেই নামছে আরসিবি
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২১ সালের আইপিএল। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের চিপকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলি শিবির। লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা ক্রিকেট প্রেমীদের।
জেমিয়েসনের ওপর বাড়তি দায়িত্ব
ড্যানিয়েল স্যামসের অনুপস্থিতিতে আগামী আইপিএলে আরসিবি-র হয়ে কেইল জেমিয়েসমনের দায়িত্ব বেড়ে গেল বলা চলে। নিউজিল্যান্ডের ফাস্ট বোলারকে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে বিরাট কোহলি শিবির।