একের পর এক সভা বাতিল বাংলায়
আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের বাংলাতে একের পর এক সভা ছিল। কিন্তু সেই সভা করার অনুমতি দেওয়া হয়নি বলেই অভিযোগ। আর সেই কারনেই মিম প্রধানের সভা বাতিল হল রাজ্যে। অভিযোগ, প্রশাসনের অসহযোগিতাই সভা বাতিলের কারণ। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও ভরতপুরে দুটি পৃথক সভা করার কথা ছিল ওয়াইসির। দলের অভিযোগ, স্থানীয় প্রশাসন সভা করার অনুমতি দিলেও দু'ক্ষেত্রেই হেলিপ্যাড ব্যবহারের অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই বাতিল করা হয় সভা দু'টি।
বিহারের সাফল্য পাওয়ার পর বাংলায় নজর মিমের
বিহারের বিধানসভা নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে মিম। এরপরেই আসাদউদ্দিন বাংলায় নির্বাচন লড়াই কথা বলেন। আর সেই লক্ষ্যেই আব্বাসের সঙ্গে কথা বলেন তিনি। কিন্তু মিমের সঙ্গে জোটে রাজি ছিলেন না আব্বাস। এরপর বাংলায় মিমের অবস্থান নিয়ে তৈরি হয় হাজারো জল্পনা। এমনকি তাঁদের প্রার্থী দেওয়া নিয়েও তৈরি হয় সন্দেহ। এর মধ্যে লাগাতার মিমে ভাঙন ধরায় শাসকদল তৃণমূল। একাধিক নেতা মিম ছেড়ে তৃণমূলে যোগ দেন। এই অবস্থায় বাংলায় মিমের সংগঠন নিয়ে তৈরি হয় হাজারো প্রশ্ন। তবে ভাঙা সংগঠন নিয়েই কার্যত বাংলার ভোটে প্রার্থী দিল মিম।
প্রার্থী ঘোষণা করল মিম
সাতটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) বা মিমের প্রার্থীরা। মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলাকালীন প্রার্থী তালিকা প্রকাশ করলেন আসাদউদ্দিন। উত্তর দিনাজপুরে একটি আসনে লড়ছে ওয়েইসির দল। পাশাপাশি মুর্শিদাবাদের তিনটি, মালদহের দু'টি ও পশ্চিম বর্ধমানের একটি আসনে লড়াই করবে তারা। এই সমস্ত অঞ্চলে কংগ্রেসের শক্ত ঘাঁটি। সংখ্যালঘু অঞ্চল। তবে গত এক বছরে এই সমস্ত অঞ্চলে মিমের শক্তি বেড়েছে এই সমস্ত অঞ্চলে।
এক নজরে প্রার্থীদের নাম!
উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্রে মিমের প্রার্থী মোফাক্কেরুল ইসলাম। মুর্শিদাবাদের জলঙ্গিতে লড়বেন অলসুকুয়াত জামান, সাগরদিঘিতে নুরে মেহেবুব আলম, ভরতপুরে সাজ্জাদ হোসেন। মালদহের মালতীপুরে মিম প্রার্থী মৌলানা মতিউর রহমান, রতুয়ায় প্রার্থী সইদুর রহমান। আসানসোল উত্তর কেন্দ্রে ওয়েইসির দলের মুখ দানিশ আজিজ। বাংলায় প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। বিরোধীরা বলে, এই ভোটের সিংহভাগ নাকি শাসকদলের জন্য ‘সংরক্ষিত'। যদিও ভোটের বাংলায় ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সক্রিয় রাজনীতিতে অভিষেক সে তত্ত্বে খানিক চিড় ধরিয়েছে। রাজনৈতিক মহল বলছে, এবার সে চিড় আরও খানিক বাড়ল ওয়েইসির হাত ধরে।
প্রার্থীদের হয়ে প্রচার করার কথা ছিল ওয়েইসির
পশ্চিমবঙ্গের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে। সেই সঙ্গে জানানো হয় প্রার্থীদের সমর্থনে তাঁদের কেন্দ্রে গিয়ে প্রচার করবেন দলের প্রধান ওয়াইসি। সেই অনুযায়ী ভরতপুর বিধানসভা কেন্দ্রে এবং জলঙ্গী ব্লক মোড়ে সভা করার কথা ছিল ওয়াইসির। বাঁধা হয়ে গিয়েছিল সভার মঞ্চও। কিন্তু মুর্শিদাবাদে হেলিপ্যাড তৈরির অনুমতি প্রশাসন দেয়নি বলে অভিযোগ। তবে বাংলাতে আরও বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে আসাদউদ্দিনের।