আইপিএলে সিএসকে-র হয়ে বাজি ধরছেন না প্রাক্তনীরা, ধোনিদের কে কোথায় দাঁড় করালেন?

করোনা ভাইরাসের আবহে আর কয়েক দিনের মধ্যেই দেশে শুরু হতে চলেছে আইপিএল। আট দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। কোন দলের ভাগ্যে কী লেখা আছে, তা সময় বলবে। তার আগে দেখে নেওয়া টু্র্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসকে নিয়ে কী ভাবছেন প্রাক্তনীরা।

কী বলছেন প্রাক্তনীরা

কেকেআর-কে দুই বার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর মনে করেন এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যত অন্ধকার। তাঁর মতে, টেনেটুনে পঞ্চম স্থানে শেষ করতে পারে এমএস ধোনির দল। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ফাস্ট বোলার ইয়ান বিশপ মনে করে প্লে-অফে পৌঁছলেও চতুর্থ হয়েই খুশি থাকতে হবে চেন্নাইকে। অন্যদিকে সিএসকে যে এবারও আইপিএলের প্লে-অফে পৌঁছতে পারবে না, তা ধরেই নিয়েছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকর ও আকাশ চোপড়া।

গত আইপিএলে সিএসকে

২০২০ সালের আইপিএল ভুলতে চাইবে চেন্নাই সুপার কিংস। কারণ সেবারই প্রথম টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে পারেনি এমএস ধোনির দল। ১২ পয়েন্ট নিয়ে আট দলের লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে সিএসকে।

১০ এপ্রিল নামছে সিএসকে

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ এপ্রিল মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মোকাবিলায় নামবেন এমএস ধোনিরা।

ধোনির দিকে তাকিয়ে বিশ্ব

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর গত আইপিএলে মাত্র ২০০ রান এসেছিল এমএস ধোনির ব্যাট থেকে। অনেকের মতে ২০২১ সালের আইপিএলে কিংবদন্তিকে শেষবার বাইশ গজে দেখা যাবে। ফলে এবার এমএসের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বিশ্ব। নজরে থাকবে দলের পারফরম্যান্সও।

আরসিবি শিবিরে করোনাকে হারানো বাঁ-হাতি ব্যাটসম্যান, শুরু নিবিড় অনুশীলন

More IPL 2021 News