করোনাকে ঘিরে মুম্বই শহরে উদ্বেগ অব্যাহত। মহারাষ্ট্র জুড়ে নয়া লকডাউন বিধি কার্যকরী হতেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। একদিকে পরিযায়ী শ্রমিক সমস্যা যেমন মাথাচাড়া দিচ্ছে, তেমনই করোনাকে বাগে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। তারই মাঝে এদিন করোনা আক্রান্তের সংখ্যার রিপোর্টে চমক দিল মুম্বই।
মুম্বইতে এদিন করোনার জেরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৪২৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের। ৭ এপ্রিলের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এই ঘটনা উদ্বেগের ধারাকে অব্যাহত রেখেছে। মূলত ৬ এপ্রিল করোনার জেরে মুম্বইতে আক্রান্তের সংখ্য়া ছিল ১০,০৩০ জন। এরপর দেখা যাচ্ছে সেই সংখ্যা ধীরে ধীরে কয়েকশো বেড়েছে। তবে আক্রান্তের সংখ্যার অঙ্ক ১০ হাজারের ঘরেই রয়েছে।
এদিকে, কোভিড বিধির জেরে মুম্বইয়ের পুরসভার তরফে বেশ কয়েকটি নিয়ম লাগু করা হয়েছে। সেখানে পরিচারিকাদের জন্য সকাল ৭ টা থেকে রাত ১০ টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এদিকে, বাড়ি এসে খাবার ডেলিভারির ক্ষেত্রে ছাড় দিয়েছে মুম্বই পুরসভা।
মুম্বই পুরসভা জানিয়েছে সমস্ত অনলাইন মাধ্যমে খাবার ডেলিভারিতে ছাড় দিয়েছে পুরসভা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনার প্রবল প্রকোপে মুম্বই শহরেই শুধু দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে অঙ্কটা খানিকটা নামলেও, উদ্বেগ কাটেনি।
এদিকে, ভারতে করোনার বাড়বাড়ন্তের দিকে নজর দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সরকার বা প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হলেও, সাধারণ মানুষের মধ্যে কোভিড বিধি পালনে অসচতেনতা দেখা গিয়েছে। আর তা থেকেই এভাবে ভারতে ছড়িয়েছে কোভিড।