মুম্বইয়ের তোলাবাজি কাণ্ডে দেশমুখের সঙ্গে নাম জড়াল উদ্ধব ক্যাবিনেটের আরও এক মন্ত্রীর

মুম্বইয়ের তোলাবাজি কাণ্ডে সামনে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ। অনিল দেশমুখের পাশাপাশি এভার এই কাণ্ডে নাম জড়াল উদ্ধব ঠাকরের ক্যাবিনেটের আরও এক সদস্যের। এনআইএ-কে লেখা একটি চিঠিতে এই অভিযোগ করেছেন স্বয়ং সচিন ওয়াজে। ধৃত পুলিশ এদিন জানিয়ে দেন যে অনিল দেশমুখ এবং মহারাষ্ট্রের পরুবহণ মন্ত্রী অনিল পরবের নির্দেশেই তোলাবাজি চালাতেন তিনি।

নাম জড়াল আরও এক মন্ত্রীর

এদিন সচিন ওয়াজে তাঁর চিঠিতে আরও অভিযোগ করেন যে অনিল দেশমুখ নাকি তাঁর কাছে ২ কোটি টাকা ঘুষ চেয়ে দাবি করেছিলেন যে তা দিলে নাকি শরদ পাওয়ারকে বুঝিয়ে মুম্বই পুলিশে ওয়াজেকে ফেরত পাঠিয়ে দেবেন। এদিকে সচিন ওয়াজে অভিযোগ করেন যে অনিল পরব তাঁকে দিয়ে মুম্বই মিউনিসিপালটির সঙ্গে যুক্ত ৫০টি কন্ট্র্যাক্টরের থেকে ২ কোটি টাকা করে তোলা তুলতে নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মহারাষ্ট্র সরকার

এদিকে রাজ্যের সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট, মঙ্গলবার সেই রায়কে চ্য়ালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল মহারাষ্ট্র সরকার৷ এই প্রসঙ্গে এদিন রাজ্য়ের আইনজীবী সচিন পাতিল বলেন, 'বম্বে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি৷'

সিবিআই তদন্তের নির্দেশ

প্রসঙ্গত, সোমবারই অনিলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ৷ তারপরই স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অনিল৷ তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং৷ তারই প্রেক্ষিতে বম্বে হাইকোর্টে রুজু হয় তিনটি জনস্বার্থ মামলা৷

পরমবীরের যাবতীয় অভিযোগ অস্বীকার

তবে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অনিল দেশমুখ৷ সোমবার বম্বে হাইকোর্টে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তিনি বলেন, 'নৈতিকতার প্রশ্নেই' তাঁর পক্ষে আর মন্ত্রী পদে থাকা সম্ভব নয়৷ সোমবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি৷ তাঁর জায়গায় স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয় এনসিপি-র দিলীপ ওয়ালসে পাতিলকে৷

More MAHARASHTRA News