সপ্তাহ শেষে গরম থেকে মিলতে পারে স্বস্তি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

সপ্তাহ শেষে বর্তমান অস্বস্তির আবহাওয়া থেকে স্বস্তি মিললেও মিলতে পারে। বৃহস্পতিবার বঙ্গ জুড়ে সেরকম কোনও ঝড়ের পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস (weather office)। এদিন রাজ্যের বেশিরভাগ শহরে সর্বোচ্চ তাপমাত্রা (temperature) কিছুটা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন তা কমে হয়েছে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়তেই অস্বস্তি বেড়েছে।

ঘূর্ণাবর্তের রূপে পশ্চিমী ঝঞ্ঝা

পশ্চিমী ঝঞ্ঝা এখন ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন এলাকায়। এছাড়াও পশ্চিম উত্তর প্রদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়াও পূর্ব মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গা, ঝাড়খণ্ডে আগামী ৪৮ ঘন্টায় এবং পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব বিদর্ভতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। যার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া শুক্রবার এবং শনিবার নাগাদ সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৮.১ (৩৮.৬ )

বালুরঘাট ৩৫.৬ (৩৫.৮)

বাঁকুড়া ৩৮.১ (৩৮.১)

ব্যারাকপুর ৩৪.৬ (৩৫.১)

বহরমপুর ৩৭.৬ (৩৭.২ )

বর্ধমান ৩৮.৮ (৩৫.৬ )

ক্যানিং ৩৫.৪ (৩৫.৬)

কোচবিহার ৩২.৫ (৩২.৭)

দার্জিলিং ১৯.৫ (২১)

দিঘা ৩৪.৩ (৩৪.৮)

কলকাতা ৩৩.৮ (৩৪.৩)

মালদহ ৩৪.১ (৩৪.৮)

পানাগড় ৩৬.৪ (৩৬.৫)

পুরুলিয়া ৪০.৩ (৪১.৩)

শিলিগুড়ি ৩২.৬ (৩৪.১)

শ্রীনিকেতন ৩৫.২ (৩৫.৫ )

ফের ঝড় ধেযে আসতে চলেছে বঙ্গে! আগামী তিন দিন বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

More WEATHER News