সিআরপিএফ অশান্তি করলে রুখে দিন মহিলারা, জনসভার থেকে কড়া নির্দেশ মমতার

অমিত শাহের নির্দেশ কাজ করছে সিআরপিএফ। অশান্তি করলে সিআরপিএফকে ঘেরাও করুন। মহিলাদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিআরপিএফ যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফকে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।

সিআরফিএফের বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় নির্বাচন শুরুর প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষুব্ধ। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিজেপি ভোট প্রচার করাচ্ছে। আবার কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অশান্তি, হিংসার ঘটনা ঘটছে। তৃতীয় দফায় প্রার্থীরা আক্রান্ত হয়েছে। সিআরফিএফের বিরুদ্ধে অশান্তি বাধানোর অভিযোগ এসেছে।

সিআরপিএফকে রুখে দিন, মহিলারাদের আর্জি মমতার

তাই কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে একহাত নিয়ে জানিয়ে দিলেন, সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছে। সিআরপিএফ যদি অশান্তি বাধায় আমাদের মহিলাদের আরও সতর্ক থাকতে হবে। মহিলারাই পারেন সিআরপিএফকে রুখে দিতে।

আরামবাগের আইসিকে নজরে রাখার বার্তা

তৃতীয় দফার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যা্য়ের দলের আরামবাগের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সামনে তাঁকে প্রহৃত হতে হয়। সুজাতা আবার আরামবাদের আইসির বিরুদ্ধেও অভিযোগ করেছেন। মমতা জানিয়েছেন, আরামবাগের আইসিকে নজরে রাখা হচ্ছে। তাঁর গতিবিধি দেখেই ব্যবস্থা নেওয়া হবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

ফের জয়ের বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে আত্মবিশ্বাসী

মমতা এদিন বলেন, তিন দফার ভোটে ৯০ আসনে জিতব আমরাই। ফের জয়ের বার্তা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে আত্মবিশ্বাসী শোনাল। তিনি দাবি করেছেন, বিজেপি কোথাও নেই, জিতছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, নারায়ণী সেনা নিয়ে যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে তার কোনওটাই করবে না।

মমতার উত্থানের গড়ে শক্তি প্রদর্শন অমিত শাহের, সিঙ্গুরে খেলা ঘোরানোই লক্ষ্য

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News