রক্ত ঝরে চলেছে বাংলায়, মমতার সভার আগে গুলিতে মৃত্যু ব্যবসায়ীর! অগ্নিগর্ভ কোচবিহার

আজ উত্তরবঙ্গে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। সেখানে এদিন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক ব্যবসায়ীর৷ কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় শহরজুড়ে। উল্লেখ্য, উত্তরবঙ্গে কোচবিহার উত্তর ও শীতলকুচিতে সভা রয়েছে মমতার।

জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রাণতোষ সাহা৷ বয়স ৩২। কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় একটি সোনা-রুপোর গয়নার দোকান আছে প্রাণতোষবাবুর। জানি গিয়েছে, আজ দোকানে থাকার সময় দু'জন দুষ্কৃতী একটি মোটরবাইকে এসে তাঁর উপর গুলি চালায়৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷

দুষ্কৃতীরা প্রাণতোষবাবুকে লক্ষ্য করে মোট চার রাউন্ড গুলি চালায় ৷ একটি গুলি তাঁর বুকে লাগে৷ গুরুতর অবস্থায় তাঁকে কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সাতসকালে যেভাবে ব্যবসায়ীকে গুলি করা হয়, সেই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে বাসিন্দারা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পুলিশকে অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা৷ তারপরেও পুলিশ আসায় দেরি করায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা৷

টায়ার জ্বালিয়ে, রাস্তার উপর গাছ ফেলে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে স্থানীয়দের বচসা বাধে৷ বাড়তে থাকে উত্তেজনা৷ পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলেও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ একই সঙ্গে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। গণ্ডগোলের জেরে কয়েকজনকে আটকও করা হয়েছে৷

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News