মমতার হুঁশিয়ারি
তৃতীয় দফার ভোটের দিন আরামবাগে একাধিকবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনা
ঘটেছে। কোচবিহারের সভা থেকে সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরামবাগের ওসির উপর নজর রাখছি বলে হুঁশিয়ার করেছেন মমতা। যেভাবে আরামবাগে সুজাতা মণ্ডলের উপর হামলা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন তিনি।
কমিশনে রিপোর্ট
সুজাতা মণ্ডলের হামলার ঘটনা নিয়ে কমিশনের রিপোর্টে বাঁশ দিয়ে মারার কোনও উল্লেখই করা হয়নি। অথচ বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে সুজাতা মণ্ডলকে বাঁশ নিয়ে তাড়া করে গ্রামবাসীরা। এমনকী তাঁকে ঘিরে ধরে মারধরও করা হয়। কমিশনের রিপোর্ট নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কমিশনকে দেওয়া আরামবাগ পুলিশের রিপোর্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
সিআরপিএফকে ঘেরাওয়ের নির্দেশ
সুজাতা মণ্ডলের উপর হামলার ঘটনার পর কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মহিলাদের ভোট িদতে বাধা দেওয়া হচ্ছে। গ্রামে গঞ্জে কেন্দ্রীয় বাহিনী গিয়ে গ্রামের মহিলাদের ভয় দেখাচ্ছেন। তাঁদের ভোট দিতে যেতে দিচ্ছেন না। ইচ্ছে করে বেলা পর্যন্ত ইভিএম খারাপ করে রাখা হচ্ছে। প্রয়োজনে সিআরপিএফকে ঘেরাও করে ভোট দিতে যান মা বোনেরা। এমনই বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।
তিনবার আক্রান্ত সুজাতা
তৃতীয় দফার ভোটের দিন দিনভর খবরের শিরোনামে ছিলেন সুজাতা মণ্ডল। আরামবাগের একাধিক জায়গায় হামলার মুখে পড়তে হয়েছে সুজাতা। প্রথমে তাঁকে ঘিরে ধরে বাঁশ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তারপরে তাঁকে পর পর দুই দফায় আরামবাগের তিন জায়গায় আক্রান্ত হতে হয়েছে। সুজাতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।