দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কীভাবে প্রতিদিনের কাজ সমালান মোদী, খোলসা করলেন 'পরীক্ষা পে চর্চায়'

একদিকে ঝোড়ো মেজাজে চলছে দেশের কয়েকটি এলাকায় ভোট প্রচার। তার জেরে বাংলা সহ বহু রাজ্যে ঘুরে গিয়েছেন মোদী। এদিকে, তার থেকেও বেশি ব্যস্ততা তাঁর প্রধানমন্ত্রীর চেয়ার ঘিরে। এরই মাঝে সময় বের করে নরেন্দ্র মোদী পড়ুয়াদের প্রতি বার্তা দিলেন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে।

অবসর সময়ে কী করার টিপস?

এদিন পড়ুয়াদের প্রতি বার্তা দিতে গিয়ে মোদী বলেছেন, ফাঁকা সময় পেলেই পরিবারের প্রতি সময় দেওয়া উচিত পড়ুয়াদের। সাহায্য করা উচিত পরিবারকে। এছাড়াও কাজের ক্ষেত্রে সৃষ্টিশীলতার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে নরেন্দ্র মোদীর তরফে।

কোন কাজে উৎসাহ মোদীর?

এদিন পড়ুয়াদের উদ্দেশে মোদী বলেন, যে কাজ মানুষের কৌতূহলকে উস্কানি দেয়, তেমন কাজে মনোযোগ দেওয়া উচিত। পড়ুয়ারা যে জিনিসে কৌতূহলী তেমন জিনিসে নজর দেওয়ার কথা বলেন মোদী।

পরীক্ষার্থীদের প্রতি বড় বার্তা

এদিন প্রধানমন্ত্রী যে টিপস দিয়েছেন পড়ুয়াদের তাতে বলা হয়েছে, সমস্ত বিষয়ে যেন পড়ুয়ারা সমান গুরুত্ব দেয়। আগে কঠিন বিষয়, পরে সহজ বিষয়ে নজর দিতে বলেন মোদী।

মোদী দেন নিজের উদাহরণ

এদিন নরেন্দ্র মোদী জানান, দেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি চিরকালই, দিনের শুরুতেই আগে কঠিন কাজগুলি সেরে ফেলেন। আর পরের দিকে সহজ কাজগুলি করেন। সেই সূত্র ধরেই পড়ুয়াদের দিলেন টিপস। এদিন মোদী নিজের বার্তায় বলেন, যে সমস্ত ব্যক্তিত্ব সফল, তাঁরা সমস্ত বিষয়ে পারদর্শী হননা। তবে একটি বিষয়ে তাঁরা তুলনাহীন হন।

মোদীর বার্তা

এদিন মোদী অভিভাবকদের উদ্দেশে বলেন, বহু বাবা-মা সন্তানদের উদ্দেশে একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করে দেন। তাতে না পৌঁছতে পারলেই দেওয়া হয় চাপ। সন্তানদের অনেকেই যন্ত্র হিসাবে তুলে ধরতে চান। আর লক্ষ্যে ব্যর্থ হলেই সন্তানদের দোষারোপ করেন তাঁরা।

More NARENDRA MODI News