আরসিবি শিবিরে করোনাকে হারানো বাঁ-হাতি ব্যাটসম্যান, শুরু নিবিড় অনুশীলন

করোনা ভাইরাসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি-র জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করলেন বাঁ-হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। ব্যাট হাতে নেমে পড়লেন নেটে। নিবিড় চিত্তে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল তরুণ ক্রিকেটারকে। যাকে ভাল সংকেত হিসেবেই দেখছে বিরাট কোহলি শিবির।

করোনা-মুক্ত পাড়িক্কল

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে যে করোনা ভাইরাসকে হারিয়ে জীবনের মূলস্রোতে ফিরে আসা দেবদত্ত পাড়িক্কল। বিসিসিআই-র নির্দেশিত বিধি অনুযায়ী দলের জৈব সুরক্ষা বলয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাড়িক্কলের শারীরিক পরিস্থিতির ওপর ডাক্তাররা নজর রাখছেন বলে আরসিবির তরফে জানানো হয়েছে।

কবে করোনা আক্রান্ত হয়েছিলেন পাড়িক্কল

আরসিবি সূত্রে খবর, গত ২২ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেবদত্ত পাড়িক্কল। বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন বাঁ-হাতি ওপেনার। দুই দিন আগে পাড়িক্কলের দ্বিতীয় কোভিড ১৯ টেস্ট করা হয়। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে।

প্রথম ম্যাচে নেই দেবদত্ত

আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে আরসিবি দেবদত্ত পাড়িক্কলকে পাচ্ছে না বলে জানানো হয়েছে।

করোনা আক্রান্ত ড্যানিয়েল স্যামস

তরুণ দেবদত্ত পাড়িক্কলের করোনা-মুক্তির খবর যতটা খুশির মেজাজ তৈরি করেছিল, ফের ঠিক ততটাই উদ্বেগ তৈরি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। আইপিএল ২০২১ শুরুর মুখেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন বিরাট কোহলি শিবিরের অন্যতম ভরসা তথা অস্ট্রেলিয় অল রাউন্ডার ড্যানিয়েল স্যামস। জৈব সুরক্ষা বিধি মেনে পদক্ষেপ করা হয়েছে বলে আরসিবি শিবিরের তরফে জানানো হয়েছে।

আইপিএল শুরু মুখে আরসিবি শিবিরে ফের ধাক্কা, এবার করোনা আক্রান্ত অস্ট্রেলিয় অল রাউন্ডার

More IPL 2021 News