সুজাতাকে বাঁশ নিয়ে তাড়া করার উল্লেখই নেই পুলিশ সুপারের রিপোর্টে! তৈরি বিতর্ক

ভোটে দিন উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ। দফায় দফায় আক্রান্ত হতে হয় আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ। তৃণমূলের অভিযোগ, সুজাতা খাঁকে বাঁশ-ইট নিয়ে একেবারে তাড়া করা হয়েছিল।

ঘটনায় অভিযোগে তির স্থানীয় বিজেপি কর্মীদের দিকে। কোনও রকমে প্রাণে বাঁচেন সুজাতা। আর এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নিতে খোদ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন করেন ফিরহাদ হাকিম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

ঘটনায় রিপোর্ট তলব করে কমিশন

এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। জেলা পুলিশ প্রশাসনের কাছে কি ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে বলা হয়েছিল। ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সংক্রান্ত তথ্য জমা পড়ে কমিশনে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে এই রিপোর্ট ঘিরে উঠছে বিভিন্ন প্রশ্ন।

রিপোর্ট ঘিরে উঠছে প্রশ্ন

তৃণমূল প্রার্থী সুজাতা খাঁকে বাঁশ হাতে তাড়া করা হয় বলে বিতর্ক তৈরি হয়। যদিও সেই ঘটনার কোনও উল্লেখই নেই পুলিশ সুপারের রিপোর্টে। কমিশনকে দেওয়া রিপোর্টে তিনি জানিয়েছেন, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে হাতহাতি হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন সুজাতা। ছোটখাটো জখমের খবর মিলেছে। বাকি নির্বিঘ্নেই ভোট মিটেছে বলে দাবি করেছেন পুলিশ সুপার। তবে এই রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে, বিতর্ক।

আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ-র ওপরে হামলা কেন?

আরামবাগের পারুলে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে বাঁশ নিয়ে তাড়া। বুথে তৃণমূল এজেন্টকে বসতে দেওয়া হয়নি এই অভিযোগ পাওয়ার পর সেখানে যান সুজাতা মণ্ডল খাঁ। এমনটাই দাবি করেছেন প্রার্থী। সেই সময় বিজেপি কর্মীরা তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে। এরপর সুজাতার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁকে নিয়ে ধান খেতে নেমে যায়। যদিও পিছু নেয় গ্রামবাদীদের একাংশ। সুজাতার মাথায় আঘাতের ঘটনাও ঘটে। এরপর সুজাতা মণ্ডল খাঁ অভিযোগ করেছেন, তাঁকে খুনের চেষ্টা করেছে বিজেপি। যদিও ওই আসন থেকে তৃণমূলই জিতবে বলে দাবি করেছেন তিনি। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, ওই গ্রামেই সকালে হামলা চালিয়েছিলেন তৃণমূল। রান্নার সময় ভাতের হাঁড়ি উল্টে দেওয়া হয়। তাতে ইন্ধন দিয়েছিলেন সুজাতা, অভিযোগ বিজেপির।

গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ

সৌমিত্র খান এই ঘটনার পরে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপি নেতা সৌমিত্র খাঁ বলেছেন, তৃণমূল কংগ্রেসের লোকেরা ভোট চুরি কারতেই এই প্রতিক্রিয়া গ্রামবাসীদের। তাঁর পাল্টা অভিযোগ, আগে তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপি কর্মীদের ওপরে হামলা চালিয়েছে। তিনি বলেন, মানুষ এদিন জবাব দিয়েছে।

More WEST BENGAL ASSEMBLY ELECTION 2021 News