২০০৫ সালটাই সবচেয়ে কঠিন সময়
গ্রেগ চ্যাপেল হেড কোচ হয়ে আসার পর ২০০৫ সালে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব থেকে অপসারিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। সেটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় ছিল বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি।
পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়
সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, সব মানুষের জীবনেই কঠিন সময় আসে। চড়াই-উতরাই পেরিয়েই মানুষকে লক্ষ্যে পৌঁছতে হয়। কোনও না কোনও সময় প্রত্যেককে বুলেটে কামড় দিতে হয় বলেও জানিয়েছেন বিসিসিআই সভাপতি। সব পরিস্থিতির সঙ্গে লড়াই করার নামই জীবন বলে জানিয়েছেন মহারাজ।
অধিনায়ক সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নেতৃত্বে ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পাশাপশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি সৌরভের ভারত।
সৌরভের ক্রিকেট কেরিয়ার
ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে ১৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রানের মালিক দাদা। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হওয়ার পর বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সৌরভ।