তৈরি ১১ আত্মঘাতী হামলাকারী! ভোটের মরশুমে জঙ্গিদের নিশানায় অমিত শাহ, যোগী আদিত্যনাথ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল সিআরপিএফ-এর দফতরে৷ প্রসঙ্গত, ভোটের মরশুমে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ। আজ বাকি সব রাজ্যের নির্বাচন সম্পন্ন হলেও বাকি রয়েছে বাংলার ৫ দফা নির্বাচন। এই আবহে রাজ্যে বহু কর্মসূচি রয়েছে এই দুই নেতার। এহেন পরিস্থিতিতে দুই হেভিওয়েট নেতার প্রাণনাশের হুমকি চিন্তার ভাঁজ ফেলেছে নেতাদের দায়িত্বে থাকা নিরাপত্তা সংস্থাগুলিক কপালে।

মেইল থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খতম করতে ১১ জন আত্মঘাতী জঙ্গি প্রস্তুত রয়েছে। এভাবে দুই নেতার প্রাণনাশের হুমকির পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁদের। এছাড়া দেশের বিভিন্ন স্থানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, জঙ্গিদের নজরে রয়েছে ধর্মস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলি।

জানা গিয়েছে সিআরপিএফ-এর দফতরে পাঠানো ওই মেইলে লেখা হয়েছে, শাহ ও যোগীর জীবন বিপন্ন৷ দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়েছে ওই মেইলে৷ এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ মেইলে ধর্মস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে৷

মেইলে লেখা আছে যে, প্রেরকের দলে রয়েছে ১১ জন আত্মঘাতী বিস্ফোরক বহনকারী জঙ্গি৷ তারা যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে শেষ করে দেবে বলে হুমকি দিয়েছে৷ এই হুমকি মেইল পাওয়ার পর থেকেই তৎপরতা শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের মধ্যে৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ কারা এই মেইল পাঠাল, তার খোঁজে চলছে তল্লাশি৷

More YOGI ADITYANATH News