আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৃণমূল নেত্রীকে দুদিনেই হাঁটাতে পারত! কেন হুইল চেয়ারে মমতা, বললেন ডাক্তার সূর্যকান্ত

বিজেপিকে (bjp) মোকাবিলা করতে না পেরেই হুইল চেয়ারে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। শিলিগুড়িতে দলীয় সভায় এমনটাই মন্তব্য করেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি দাবি করেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৃণমূল নেত্রীকে দুদিনেই হাঁটাতে পারত।

বিজেপিকে মোকাবিলা করতে ব্যর্থ মমতা

সূর্যকান্ত মিশ্র কটাক্ষ করে বলেছেন, বিজেপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি নন্দীগ্রামের বয়ালের বুথে দুঘন্টা ধরে বসে ছিলেন। ভাবমূর্তি খারাপ করেছেন। তিনি বলেছেন, ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, তাঁর পোলিং এজেন্ট তুলে নেওয়া হয়েছে। সেখানে ছাপ্পা ভোট চলছে। আর সেখান থেকেই রাজ্যপালকে ফোন করছেন তিনি। যাঁর সঙ্গে মুখ দেখাদেখি নেই তাঁর (মমতা)।

দুদিনেই হাঁটতে পারতেন

সূর্যকান্ত মিশ্র বলেছেন, চিকিৎসক হিসেবে তিনি বলছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়কে দুদিনে হাঁটাতে পারত। হুইল চেয়ারে তাঁকে বসতে হত না। পাশাপাশি তিনি কটাক্ষ করেন, কারা ওঁর চিকিৎসা করছেন, তা তিনি জানেন না।

তৃণমূল বিজেপি বোঝাপড়া

বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে বলেও দাবি করেছেন সূর্যকান্ত মিশ্র। ফাঁসিদেওয়া বিধানসভার বাম প্রার্থী সুনীল তিরকের সমর্থনে সভায় এমনটাই অভিযোগ করেন তিনি। সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপির মোকাবিলা করতে চাইলে সংযুক্ত মোর্চার হাত ধরুন। তিনি বলেন, যাঁরা বলেন, তৃণমূল ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়া যাবে না কিংবা বিজেপি ছাড়া তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না, তাঁরা ভুল বলছেন। তিনি বলেন, যাঁরা তৃণমূলকে ভোট দিচ্ছেন, তাঁরা বিজেপিকেই সাহায্য করছেন।

এর আগেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

দিন কয়েক আগেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন সূর্যকান্ত মিশ্র। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন, উনি যাঁদের মনোনয়ন দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছে গদ্দার। তাঁদের নাকি বিজেপি কিনে নিতে পারে। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মোকাবিলা করতে পারবেন না। কেননা তিনিই এই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছেন। তিনি আরএসএস-এর বিরুদ্ধে কোনও কথা বলেন না বলেও অভিযোগ করেছিলেন সূর্যকান্ত মিশ্র। তিনি কটাক্ষ করে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে নন। কেননা তিনি বয়সে অনেক বড়। আর তিনি একজনেরই পিসি।

ভোট শুরু হতেই বোমাবাজি ক্যানিংয়ের ঘুমরিতে, আইএএসএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Know all about
মমতা বন্দ্যোপাধ্যায়।

More MAMATA BANERJEE News