ঋষভ নেতৃত্বে দিল্লি ক্যাপিটালসের কবে কার বিরুদ্ধে ম্যাচ? দেখে নেওয়া যাক সম্পূর্ণ দল

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল ভারতে আইপিএল শুরু হতে চলেছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে দিল্লি ক্যাপিটালসের সম্পূর্ণ দল, সূচি দেখে নেওয়া যাক।

দিল্লি ক্যাপিটালসের সম্পূর্ণ দল

ঋষভ পন্থ (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, পৃথ্বী শ, রবিচন্দ্রণ অশ্বিন, শিখর ধাওয়ান, ললিত যাদব, মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, ক্রিস ওকস, আনরিচ নরকিয়া, স্টিভ স্মিথ, উমেশ যাদব, রিপল প্যাটেল, লুকমান হুসেন মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, টম কারান, স্যান বিলিংস, প্রবীণ দুবে, বিষ্ণু বিনোদ।

দিল্লি ক্যাপিটালসের সম্পূর্ণ সূচি

১) ১০ এপ্রিল - প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

২) ১৫ এপ্রিল - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

৩) ১৮ এপ্রিল - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

৪) ২০ এপ্রিল - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৫) ২৫ এপ্রিল - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম।

৬) ২৭ এপ্রিল - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৭) ২৯ এপ্রিল - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৮) ২ মে - প্রতিপক্ষ পাঞ্জাব কিংস - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

৯) ৮ মে - প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স - আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

১০) ১১ মে - প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস - কলকাতার ইডেন গার্ডেন্স।

১১) ১৪ মে - প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - কলকাতার ইডেন গার্ডেন্স।

১২) ১৭ মে - প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ - কলকাতার ইডেন গার্ডেন্স।

১৩) ২১ মে - প্রতিপক্ষ সিএসকে - কলকাতার ইডেন গার্ডেন্স।

১৪) ২৩ মে - প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স - কলকাতার ইডেন গার্ডেন্স।

এখনও পর্যন্ত দিল্লির পারফরম্যান্স

২০০৮ ও ২০০৯ সালের আইপিএলের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস (তৎকালীন ডেয়ারডেভিলস)। ২০১০ ও ২০১১ মরসুমে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে পারেনি রাজধানীর দল। ২০১২ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছেছিল দিল্লি। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দলের খারাপ পারফরম্যান্স অব্যাহত থাকে। ২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলের প্লে-অফে পৌঁছয় দিল্লি। ২০২০ সালের আইপিএলে রানার্স শ্রেয়স আইয়ার নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস।

কি ফ্যাক্টর

কাঁধে চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন তরুণ ঋষভ পন্থ। যা আগামী আইপিএলে এই দলের কাছে কি ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

More IPL 2021 News