আইপিএল ২০২১-এ কোন তিন বড় রেকর্ড গড়তে চলেছেন ধোনি? কী বলছে পরিসংখ্যান?

আর তিন দিন পরেই শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ১০ এপ্রিল মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। এই যাত্রায় সফল হলে তিনটি অনবদ্য রেকর্ডের মালিক হতে চলেছেন এমএসডি। তা পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

৭০০০ টি২০ রান

আইপিএল, আন্তর্জাতিক ফর্ম্যাট ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ৬৮২১ টি২০ রানের মালিক মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলে আর ১৭৯ রান করলেই সাত হাজারের ক্লাবে প্রবেশ করবেন সিএসকে অধিনায়ক। এর আগে যে ক্লাবের সদস্য হয়েছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক, বিরাট কোহলি, মার্টিন গাপটিলের মতো রথীরা।

২০০টি ছক্কার মালিক

আইপিএলে এখনও পর্যন্ত ২১৬টি ছক্কা হাঁকিয়েছেন এমএস ধোনি। কেবল চেন্নাই সুপার কিংসের হয়ে ১৮৬টি ছক্কা এসেছে কিংবদন্তি উইকেটরক্ষকের ব্যাট থেকে। অর্থাৎ আগামী আইপিএলে আর ১৪টি ছক্কা হাঁকালে একই দলের হয়ে ২০০টি ওভার বাউন্ডারির মালিক হবেন এমএসডি।

১৫০টি আউট

১৩টি আইপিএল খেলে উইকেটের পিছনে দাঁড়িয়ে ১১৩ জন ব্যাটসম্যানের ক্যাচ নিয়েছেন এমএস ধোনি। ৩৯টি স্ট্যাম্প এসেছে ধোনির দস্তানা থেকে। সবমিলিয়ে টুর্নামেন্টে ১৪২টি ক্যাচ নিয়েছেন সিএসকে অধিনায়ক। আগামী আইপিএলে আর আটটা ক্যাচ নিলে বিশ্বের প্রথম উইকেটরক্ষক হিসেবে আইপিএলে দেড়শোর ক্লাবে প্রবেশ করবেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক।

ধোনির আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ২০৪টি ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ৪৬৩২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই টুর্নামেন্টে ২৩টি অর্ধশতরান এসেছে এমএসডি-র ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৪।

করোনা থাবায় ওয়াংখেড়েতে বাড়ল অস্বস্তি, তবে ডিওয়াই পাতিলে ক্রিকেটারদের ছন্দে স্বস্তিতে কেকেআর

More IPL 2021 News