লিমা: জলের অপর নাম জীবন একথা সবারই জানা। তবে জল ব্যবহার করার তুলনায় অপচয় করেন এমন মানুষের সংখ্যা বেশি। আবার যেখানে এত জলের অপচয় হচ্ছে রোজ, সেখানে বিশ্বের অনেক দেশ আছে যারা খাবার জলটুকুর চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে প্রতিনিয়ত। তারা কেউ কেউ মাইলের পর মাইল হেঁটে জল সংগ্রহ করছে আবার কেউবা কয়েকশ ফুট গভীর কুয়ো থেকে জল উত্তোলন করে আনছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে পরিবারের সদস্যরা জড়িয়ে পড়ছেন নানা শারীরিক সমস্যায়। পেরুর কাস্কোর পেরুভিয়ানের আদিবাসীরা তাদের তেষ্টা মেটাতে জল সংগ্রহ করে কুয়াশা থেকে। অবাক হয়ে গেলেন তো?
প্রথমে এই অঞ্চলে বসবাসকারী ব্যক্তিরা বৃষ্টির জল সংগ্রহ করে সারা বছরের জলের জোগান বজায় রাখতো। তবে কলাপাতায় শিশির জমে থাকতে দেখে সেখান থেকেই কুয়াশার মাধ্যমে জল সংগ্রহের কথা মাথায় আসে তাদের। পেরুর আটটি গ্রামীণ সম্প্রদায়ের পাশাপাশি বলিভিয়া, কলোম্বিয়া এবং মেক্সিকোতে জালের সাহায্যে কুয়াশার জল সংগ্রহ করার ব্যবস্থা করা হয়েছে।
এসব অঞ্চলে জল সংগ্রহের প্রভাবে কৃষিকাজেও নাটকীয়ভাবে পরিবর্তন দেখা গিয়েছে। তবে একটা সময়ের কথা ভাবলে এসব অঞ্চলে জলের অভাব ছিল বরাবরই। খোলা মাঠের মধ্যে বড় বড় জাল টানিয়ে রাখে তারা। এরপর সেখান থেকে জল জমা হয় নিচে পেতে রাখা পাইপে। সেখান থেকে জল সোজা গিয়ে নিচের ড্রামে জমা হয়। এভাবেই তারা নিত্য প্রয়োজনের জল সংগ্রহ করে থাকে যাতে প্রাকৃতিকভাবে ব্যবহৃত জলের যোগানও কম না পড়ে।
ইটালির প্রত্যন্ত এক দ্বীপ প্যান্টেলেরিয়ায়ও উঁচু প্রাচীর বানিয়ে কুয়াশাকে আটকে রেখে তাকে জলকণায় পরিণত করে মাটি ভিজিয়ে তারপর সেখানে বীজ পুঁতে তা থেকে চারাগাছ তৈরি করতেন তারা। পাথুরে দেয়ালে এক এক করে জলকণা জমতো। সেই জলকণা দেওয়াল বেয়ে নীচে নেমে এসে মাটি ভিজিয়ে রাখতো সবসময়। প্রাচীরের দেয়াল ঘেষে সেখানেই বীজ পোঁতা হতো। কোনো উন্নত প্রযুক্তির সাহায্য ছাড়া খুব সহজ পদ্ধতিতে প্রাকৃতিকভাবেই এই কাজ করতে সমর্থ হয়েছিলেন তারা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.