নারায়ণী ব্যাটালিয়ন নিয়ে মিথ্যা বলছেন মোদী
কোচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবি নারায়ণী ব্যাটালিয়নের প্রসঙ্গ তুলেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে৷ দাবি করলেন যে এই নিয়ে মোদী মিথ্যা করছে৷ নিজের দাবির সত্যতা প্রমাণ করতে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ্যের অধিকার আইনে করা একটি আবেদন ও তার উত্তর তুলে ধরেন সকলের সামনে৷
আধা-সেনাতে নারায়ণী ব্যাটালিয়ন তৈরির প্রতিশ্রুতি
প্রসঙ্গত, সেনাবাহিনী বা আধা-সেনাতে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ কোচবিহারের একটি সভা থেকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ পরে বিজেপির ইস্তেহারেও বিষয়টির উল্লেখ ছিল৷ আজ, শনিবার কোচবিহারের একটি জনসভা এসে একই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও৷
মোদী মিথ্যাবাদী দুঃশাসন : মমতা
এই নিয়ে কোচবিহারের মাথাভাঙার সভা থেকে মুখ খোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারায়ণী ব্যাটালিয়ন নিয়ে মিথ্যে কথা বলছেন৷ কারণ, এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ্যের অধিকার আইনে চিঠি দেওয়া হয়৷ কিন্তু উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় যে এই নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই৷ সেই কারণে মমতার অভিযোগ, মোদী মিথ্যাবাদী দুঃশাসন৷
রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন
একই সঙ্গে তিনি দাবি করেছেন যে কোচবিহারের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করে দিয়েছে৷ কোচবিহারে এই ব্যাটালিয়নের সদর দফতর করা হয়েছে৷ একই সঙ্গে এদিন একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার নির্বাচন চলাকালীন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর আক্রমণ নিয়ে মুখ খোলেন তিনি৷ ঘটনার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷