সুপার–স্প্রেডার ১৮–৪৫ বছর
ফিকির সভাপতি উদয় শঙ্কর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন যে দেশজুড়ে কোভিড-১৯ টেস্টের বন্দোবস্ত করুক সরকার। উদয় শঙ্কর জানিয়েছেন, ১৮-৪৫ বছরের বয়সের নাগরিকরাই দেশে কোভিড-১৯ সংক্রমণের ক্ষেত্রে সুপার-স্প্রেডারের কাজ করছে।
টিকাকরণের আর্জি
চিঠিতে তিনি বলেন, ‘তামিলনাড়ুতে সম্প্রতি হওয়া এক সমীক্ষাতে দেখা গিয়েছে যে করোনা ভাইরাস কেসের ৫১ শতাংশই এই ১৮-৪৫ বছর বয়সের গোষ্ঠী। ভ্যাকসিনের ঘাটতি নেই এবং বেসরকারি ক্ষেত্রকে এই টিকাকরণের বিষয়ে জড়িয়ে নেওয়ার এটি একটি দারুণ সুযোগ। আমরা আর্জি জানাচ্ছি যে এই বয়সের গোষ্ঠীকে টিকাকরণ করিয়ে সংক্রমণের চেইনকে ভাঙা হোক এবং দেশের সংক্রমণের তীব্রতাকে হ্রাস করা হোক।'
নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর আর্জি
দেশের ওষুধ নিয়ামক সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এই দু'টি কোভিড ভ্যাকসিনকে দেশের জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। চিঠিতে ফিকির সভাপতি এও জানিয়েছে যে দেশে বর্তমানে দৈনিক ১১ লক্ষ নমুনার পরীক্ষা হচ্ছে যা জানুয়ারিতে ছিল দৈনিক ১৫ লক্ষ। তিনি জানান যে দেশে ২,৪৪০টি ল্যাব রয়েছে, যার মধ্যে ১২০০টি বেসরকারি ল্যাব, সুতরাং করোনা টেস্টের নমুনা পরীক্ষা আরও বৃদ্ধি হওয়া দরকার দেশে।
দেশের করোনা পরিস্থিতি
সোমবারর দেশে দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষের বেশি হওয়ার পর গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা কেস ধরা পড়েছে ৯৬,৯৮২টি। ফিকির মতো আএমএও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের ওর টিকাকরণ শুরু করে দেওয়ার আর্জি জানিয়েছেন।