একাধিক জায়গায় আক্রান্ত তৃণমূলের প্রার্থীরা, বিবেক দুবেকে ফোন ফিরহাদের

এখনও বেশ কিছুটা সময় বাকি ভোট গ্রহণ শেষ হতে। আর তা শেষ হওয়ার আগে উত্তপ্ত তৃতীয় দফার ভোট। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। আক্রান্ত হতে হচ্ছে তৃণমূল প্রার্থীদের। বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ।

এমনকি তৃণমূল প্রার্থীদের আক্রান্ত হওয়ার খবর নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন মমতা তৃণমূলের। এই অবস্থায় কেন্দ্রীয় পর্যবেক্ষককে ফোন তৃণমূল নেতার।

দফায় দফায় আক্রান্ত সুজাতা, খানাকুলের প্রার্থী

মঙ্গলবার ভোট শুরু হতেই বদলে যায় ছবিটা। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসে। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। বিভিন্ন জায়গাতে তৃণমূল প্রার্থীদের মারধরের অভিযোগ ওঠে। মারধর করা হয় খানাকুলের তৃণমূল প্রার্থী নাজিমুল করিমকে। শুধু তাই নয়, আক্রান্ত হতে হয় সুজাতা মন্ডল খাঁ-কেও। ভোট শুরু হতেই তৃণমূলের প্রার্থী শওকত মোল্লার মতো প্রভাবশালী নেতাকেও ধর্নায় বসতে হয়। শাসকদল তৃণমূলের অভিযোগ সমস্ত ঘটনার সঙ্গে জড়িত বিজেপি। এই বিষয়ে কমিশনকে একের পর এক অভিযোগ জানানো হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ

ভোটে প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। নির্দিষ্ট এক রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে। বিভিন্ন জায়গাতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই বিষয়েও কমিশনকে জানানো হয়েছে বলে দাবি তৃণমূলের। কিন্তু কোনও কর্ণপাত করা হচ্ছে না বলে দাবি তৃণমূলের।

বিবেক দুবেকে ফোন ফিরহাদ হাকিমের

একের পর এক জায়গাতে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূল প্রার্থীদের। এমনকি, কেন্দ্রীয় বাহিনীকে ঠিক মতো ব্যবহার করা হচ্ছে না বলেও শাসকদলের বিরুদ্ধে। কিন্তু একের পর এক একাধিক অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নির্বাচন কমিশন নেয়নি বলে অভিযোগ। এই অবস্থায় কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন করলেন ফিরহাদ হাকিম। বিস্তারিত জানালেন তাঁকে। সূত্রের খবর, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিবেক দুবে তৃণমূলের প্রার্থী তথা ফিরহাদ হাকিমকে দিয়েছেন বলে খবর।

১০০টা এফআইআর করে ফেলেছি

একের পর এক অভিযোগ! ব্যবস্থা না নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে ক্ষুব্ধ তিনি। "খানাকুলে, আরামবাগে প্রার্থীর উপর হামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকে আমি ১০০টা এফআইআর করে ফেলেছি। আপনারাও কোথাও কোনও অভিযোগ পেলে ওই জায়গার কম্যান্ড্যান্টের বিরুদ্ধে এফআইআর করুন।" আলিপুরদুয়ারের কালচিনির সভা থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে কমিশনকে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আইনশৃঙ্খলা নিয়েও কমিশনকে তোপ মমতার

কালচিনির সভা থেকে কমিশনের ভূমিকা নিয়ে মমতা তোপ দাগেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা, পুলিস প্রশাসন এখন সবটাই কমিশন নিয়ে নিয়েছে। কমিশন যদি এত ভালো হয়, তিন দফার ভোটে এখনও পর্যন্ত ৭-৮টা খুন কেন হল? প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, তোপ দাগেন, 'গুলি-বন্দুকের ভোট' হচ্ছে। একইসঙ্গে, দরকারে স্থানীয় ক্লাবগুলোকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। বলেন, "তৃণমূল ঢুকবে না, শুধু বিজেপি ঢুকবে? এলাকার ক্লাবগুলোকে বলব, ভয় না পেয়ে ব্যবস্থা নিতে।"

More ELECTION COMMISSION News