বছর দুয়েক আগে বিজেপিতে যোগ দেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। আর ভোটের মুখে তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে আসছে ফোন। তাঁর বোনের কাছে ফোন আসছে বলে জানা গিয়েছে। চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছেন তাঁর বোন।
বিরোধী দলের পক্ষ থেকে এমনটা করা হচ্ছে বলেই আশঙ্কা পরিবারের। স্বাভাবিকভাবেই চিন্তায় দিন কাটাচ্ছে গোটা পরিবার। বাড়ি থেকে বেরতেও ভয় পাচ্ছেন তাঁর স্ত্রী। স্ত্রী পম্পা বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। আর সেই পোস্টের কমেন্ট বক্সে কেউ বা কারা অনিন্দ্যকে আক্রমণ করে কমেনেট করতে থাকে। তা দেখেই পাল্টা কমেন্টে ক্ষোভ উগরে দেন পম্পা। কোনোদিন রাজনৈতিক মন্তব্য করতে অভ্যস্থ নন তিনি। কিন্তু এবার সহ্য করতে না পেরেই দেন উত্তর।
এ দিকে, অভিনেতার বোনকে ফোন করে রীতিমত হুমকি দিচ্ছে একদল লোক। তাঁর বোনকে ফোন করে বলা হয়, দাদাকে চুপ থাকতে বলো, বড্ড বেশি কথা বলছে। এর পর আর কথা বলার অবস্থায় থাকবে না। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে পরিবারের।
প্রথম থেকেই তাঁর রাজনৈতিক মত জনসমক্ষে প্রকাশ করেছেন অনিন্দ্য। একুশের বিধানসভা ভোটের আগে তাঁকে বেশ কিছু টক শোতেও কথা বলতে দেখা যায়। বরাবরই স্পষ্ট ভাষায় নিজের মত পোষণ করতে পছন্দ করেন অভিনেতা। বিজেপিতে যোগ দেওয়ার পর টলিউডেও কোণঠাসা হয়ে পড়েন অনিন্দ্যকে, যদিও তিনি তাতে ভয় পান নি। কোনোদিনই প্রকাশ্যে মতাদর্শ বদল করেন নি। কিন্তু এভাবে প্রাণে মারার হুমকি প্রথমবার। শেষ কিছুদিন ধরে ক্রমাগত অনিন্দ্যকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন একদল লোক। এমনকি অভিনেতার মেয়েকে নিয়েও হুমকি দেওয়া হয়।
পরিবারের তরফে জানা গিয়েছে, বাড়ির সামনে অপরিচিত কিছু লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। থানায় জেনারেল ডায়েরি করতে গেলেও তা নেওয়া হয়নি, ফলে চিন্তা বেড়েছে আরও।