গুরু ধোনির বিরুদ্ধে প্রথম মোকাবিলা, প্রহর গুনছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পন্থ

যে মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করে তারকা হয়ে ওঠা, সেই রথীর দলের বিরুদ্ধে আগামী আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। নেতা হিসেবে মাহি ভাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে উৎসাহিত হয়েছেন দেশের তরুণ উইকেটরক্ষক। নিজের আবেগ জাহিরও করেছেন ঋষভ। ঠিক কী বলেছেন তরুণ ক্রিকেটার, তা জেনে নেওয়া যাক।

প্রহর গুনছেন পন্থ

শৈশব থেকে এমএস ধোনিকেই আদর্শ করে বড় হয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সেই প্রিয় মানুষের সঙ্গে তরুণ ক্রিকেটারের সম্পর্ক আরও নিবিড় হয়। এরপর সময়-অসময়ে, প্রয়োজন-অপ্রয়োজনে একাধিকবার ধোনির সান্নিধ্য নিতে দেখা গিয়েছে পন্থকে। কেরিয়ারের কঠিন সময়েও এমএসের কাছে পরামর্শ নিয়েছেন ঋষভ। সেই রোল মডেলের বিরুদ্ধেই আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামার জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন পন্থ। প্রতিপক্ষ হলেও সেদিন প্রাক্তনীর কাছ থেকে অনেক কিছু শিখবেন বলে আশা ঋষভের।

সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি

কাঁধে চোট পাওয়ার কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। এই নতুন দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করতে চান বলে জানিয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবার খেতাব জয়ই তাঁদের লক্ষ্য বলে জানালেন ঋষভ।

কবে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস

করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে ভারতে শুরু হচ্ছে আইপিএল। দ্বিতীয় দিন অর্থাৎ ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হচ্ছে দিল্লি ক্যাপিটালসের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

ঋষভ পন্থের আইপিএল কেরিয়ার

আইপিএলে এখনও পর্যন্ত ৬৮টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাট থেকে এসেছে ২০৭৯ রান। আইপিএলে একটি শতরান ও ১২টি অর্ধশতরানের মালিক ঋষভ। উইকেটের পিছনে দাঁড়িয়ে মোট ৫৭ জন ব্যাটসম্যানকে আউট করেছেন পন্থ।

মনের জোরেই বিরাটরা বাকিদের চেয়ে এগিয়ে, জৈব সুরক্ষা বলয় নিয়ে মত সৌরভের

More IPL 2021 News