২০২০ সালের কোন কোন ফ্লপ মাস্টারের জ্বলে ওঠার দিকে তাকিয়ে আইপিএল ২০২১

২০২১ সালের আইপিএল শুরু হতে আর বাকি মাত্র তিন দিন। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তারই আবহে এমন কিছু ক্রিকেটারের দিকে তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা, যারা টুর্নামেন্টের গত মরসুমে ব্যর্থ হয়েছিলেন। সেই তালিকা দেখে নেওয়া যাক।

আন্দ্রে রাসেল

২০১৯ আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার আন্দ্রে রাসেল টুর্নামেন্টের গত মরসুমে ব্যর্থ হয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৯টি আইপিএল ইনিংস খেলে ১১৭ রান করেছিলেন ক্যারিবিয়ান টাইফুন। গত আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২৫।

পৃথ্বী শ

চলতি বছরের বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান করা পৃথ্বী শ, গত মরসুমের আইপিএলে কার্যত ব্যর্থ হয়েছিলেন। টুর্নামেন্টের গত মরসুমের শেষ সাত ইনিংসে মুম্বইকরের স্কোর ছিল যথাক্রমে ৪, ০, ০, ৭, ১০, ৯ এবং ০। অস্ট্রেলিয়া বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুটি টেস্ট ব্যর্থ হওয়ার কারণে ভারতীয় দল থেকেও ব্র্যাত্য হয়ে গিয়েছেন পৃথ্বী।

এমএস ধোনি

২০২০ সালের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সে বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে সেভাবে জ্বলে উঠতে পারেননি সিএসকে অধিনায়ক। ১৪ ম্যাচ খেলে মাত্র ২০০ রান করেছিলেন কিংবদন্তি। তবে এবার ধোনির ব্যাট জ্বলে উঠবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। কারণ আগামী আইপিএল এমএসের কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।

গ্লেন ম্যাক্সওয়েল

প্রত্যাশা জাগিয়ে ২০২০ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে ১১টি ইনিংসে ব্যাট করে ১০৮ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী আইপিএলের জন্য অস্ট্রেলিয় ব্যাটসম্যানকে ১৪.২৫ কোটি টাকায় কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফলে এবারও গ্লেনের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।

রোহিত শর্মা

২০২০ সালে চোট থাকা অবস্থায় আইপিএল খেলতে নেমে সেভাবে জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা। ১১টি ইনিংসে ব্যাট হাতে নেমে ২৬৪ রান করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। তবে এবার রোহিতের কাছ থেকে চমকপ্রদ পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

সুনীল নারিন

গত মরসুমে কেকেআরের জার্সিতে মাত্র ১২১ রান করা সুনীল নারিন ১০টি ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছিলেন। এবার তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে ইয়ন মর্গ্যানের দল।

More IPL 2021 News