কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মমতার তোপ
এদিন এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় দাঁড করিয়ে লেখেন, 'কেন্দ্রীয় বাহিনীর নির্মম অপব্যবহার অব্যাহত রয়েছে। আমরা বারবার এই সমস্যা উত্থাপন করা সত্ত্বেও, নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। টিএমসি ভোটারদের প্রকাশ্যে ভয় দেখানোর জন্য এবং একটি নির্দিষ্ট দলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ইউনিফর্মের অপব্যবহার করা হচ্ছে।'
'তৃতীয় দফাতে এগিয়ে থাকবে ঘাসফুল শিবির'
এর আগে সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লিখেছিলেন, 'বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন - নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন।' এদিকে বিভিন্ন অভিযোগের মাঝেও তৃণমূলের তরফে দাবি, প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই৷
'ঘুম ছুটেছে বিজেপির'
বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর৷ এদিন সকাল ৯টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন৷
'জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়'
মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'বহিরাগত বিজেপির বক্তব্য, বাংলার নাকি বিজেপি মডেল চাই। অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম-সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির। আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷'