দেশে রাজনৈতিক অস্থিরতা ছড়ানোর অভিযোগ, বিজেপি কর্মীদের 'ভোকাল টনিক' মোদীর

কৃষি আইন, সিএএ নিয়ে মিথ্যাচার ছড়িয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চলছে দেশে। বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন নরেন্দ্র মোদী৷ বক্তব্য রাখার সময় মোদি বলেন, 'যদি বিজেপি নির্বাচন জেতে তাহলে বলা হবে 'ভোটে জেতার মেশিন'৷ কিন্তু যদি অন্যরা জেতে, তাহলে তাঁদের প্রশংসা করা হয়৷ যাঁরা বলে আমরা 'ভোট জেতার মেশিন' তাঁরা ভারতের সংবিধান ঠিক করে জানেন না৷ আসল সত্যি হল, বিজেপি ভোটে জেতা মেশিন নয়, এটা একটি আন্দোলন, যা লোকের সঙ্গে যুক্ত৷'

সিএএ-কৃষি আইন নিয়ে মিথ্যা অভিযোগ ভাসিয়ে দেওয়া হচ্ছে

তিনি আরও বলেন, 'মিথ্যা অভিযোগ ভাসিয়ে দেওয়া হচ্ছে৷ সেটা কৃষি আইন হোক, সিএএ বা শ্রমিক আইন, রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এইগুলি প্রচার করা হচ্ছে৷ কখনও তাঁরা বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে৷ কখনও বলছে কৃষি জমি কেড়ে নেওয়া হবে৷ কিন্তু এইগুলি একেবারে মিথ্যা৷ বিজেপি কর্মীদের সাধারণ মানুষকে আরও বোঝাতে হবে৷'

'বিজেপি ভোটে জেতার মেশিন নয়'

নরেন্দ্র মোদী বলেন, 'আমাদের মন্ত্র, ভক্তি থেকে বড় দল, আবার দলের থেকে বড় দেশ৷ এই সংস্কৃতি এখনও চলছে৷ আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইচ্ছা পূরণ করেছি৷ বিজেপি ভোটে জেতার মেশিন নয়, এটা একটি আন্দোলন, যা লোকের সঙ্গে যুক্ত৷ যাঁরা বলে আমরা 'ভোট জেতার মেশিন' তাঁরা ভারতের সংবিধান ঠিক করে জানেন না৷ '

চারটি ভাষায় টুইট মোদীর

এদিকে চার রাজ্যে আজ ভোট৷ এই উপলক্ষে এদিন সকালে চারটি ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সক্কাল সক্কাল তিনি বাংলা, মালায়লম, তামিল ও ইংরেজিতে টুইট করে মানুষের কাছে ভোটদানের আবেদন জানিয়েছেন তিনি৷ আজ ভোট রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও৷

বাংলার ভোটারদের প্রতি মোদীর আবেদন

আজ বাংলায় তৃতীয় দফার এবং অসমে তৃতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ৷ সকালে টুইট করে মোদী বাংলার জনগণের উদ্দেশে লিখেছেন, 'পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন।' তাঁর বাকি তিন ভাষায় টুইটের বয়ানও প্রায় এক৷

More BJP News