জিমেল গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রকাশ করতে চলেছে এক নতুন ফিচার। তারা তাদের অ্যাপে সংযুক্ত করতে চলেছে চ্যাট এবং রুমের ব্যবস্থা। এই নতুন ফিচারের ফলে গ্রাহকদের জিমেলে একাধিক ট্যাব ব্যবহার করার সুবিধাও মিলবে।
জিমেলের এই চ্যাট এবং একাধিক ট্যাবের ব্যবহার চালু করা হবে সমস্ত গ্রাহকদের জন্য। ইতিমধ্যে এই নতুন ফিচার উপভোগের সুবিধা মিলেছে ইন্টারপ্রাইজ গ্রাহকদের। তবে গুগল এর পরে এই সুবিধা পৌঁছে দিতে তৎপর তাদের প্রতিটা ব্যাক্তিগত জিমেল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে।
আগে গ্রাহককে জিমেলে একাধিক কাজ করবার জন্য অ্যাপ থেকে বেড়িয়ে ভিন্ন ট্যাব চালু করতে হতো। এর ফলে খানিকটা হয়রানি শিকার হতে হয়েছে ব্যবহারকারীকে। তবে নতুন ফিচারের ফলে গুগল জিমেলে চারটি ট্যাব সংযুক্ত করেছে, যার ফলে একটা অ্যাকাউন্ট থেকে না বেড়িয়ে চারটে ভিন্ন কাজ একসঙ্গে করা যাবে এখন থেকে।
গুগলের এই ফিচারের সুবিধা পাবে অ্যান্ড্রয়েড এবং ওয়েব ব্যববহারকারীরা। আইওএস গ্রাহকদের জন্য এই ফিচার কবে থেকে উপলব্ধ হতে পারে তার কোনও উল্লেখ একনও মেলেনি কর্তৃপক্ষের তরফে।
সম্প্রতি 9to5Google একটি প্রতিবেদনে গুললের নতুন ফিচার সকল গ্রাহক গ্রহণ করতে পারবে বলে জানানো হয়েছে। নতুন সংযোজন করা চারটি ট্যাব চালু করা হয়েছে অ্যান্ড্রয়েড এবং ওয়েব ব্যবহারকারীদের জন্য। এতে থাকছে মেল, চ্যাট, মিট এবং রুমের ব্যাবস্থা। চ্যাটের মাধ্যমে গ্রাহক জিমেলে নির্দিষ্ট একজন এবং একটি ছোটো গুপের সঙ্গে কথাবার্তা বলতে সক্ষম হবে। রুমগুলি একটি স্ল্যাক প্রতিযোগী হিসাবে উপস্থিত হয় যা ব্যবহারকারীদের একটি বৃহৎ গ্রুপের ফাইল এবং বিভিন্ন কাজ ভাগ করতে সুবিধা দেবে।
কোনও ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে এই সেটিংটি সক্রিয় করার পরে এটি অ্যান্ড্রয়েড অ্যাপের নীচের অংশে দৃশ্যমান হবে। জিমেইলের ওয়েব ক্লায়েন্টে, চারটি বিভাগের সাইডবারটি ডিফল্টরূপে স্ক্রিনের পাশে উপস্থিত হবে এবং এর পাশাপাশি এটি লুকানোও যেতে পারে শেভ্রন (ডাবল-অ্যার আইকন) এ ক্লিক করেও । নতুন ফিচারে সংযুক্ত করা চ্যাটের ব্যবস্থাটি গুগল চ্যাটস স্ট্যান্ডালোন অ্যাপের মতো একই রকমের। এছাড়াও এই নতুন ফিচারের ফলে ব্যবহারকারী কোনও চ্যাট মুছে ফেলতেও পারবে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.