পাকাপোক্ত ভাবে ২০৩৬ সাল পর্যন্ত নিজের মসনদ টিকিয়ে রাখতে নয়া আইনে স্বাক্ষর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে চলতি বছরের মার্চ মাসেই রাশিয়ার পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষে এই সংক্রান্ত বিলটি পাস হয়েছে। এরপরই সোমবার সেই বিলটিতে স্বাক্ষর করেন ভ্লাদিমির পুতিন।
নতুন আইন অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর আরও দুবার প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন পুতিন। বর্তমানে পুতিনের বয়স ৬৮ বছর। এই আইন অনুযায়ী ভোটে লড়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ৮৩ বছর বয়স পর্যন্ত তিনি রাশিয়ার মসনদে থাকতে পারবেন। উল্লেখ্য, বর্তমানে টানা দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন পুতিন। এর আগে আরও দুই বার দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত মোট চারবার প্রেসিডেন্ট নির্বাচত হয়েছেন পুতিন।
এর আগে ২০২০ সালে একটি গণভোটের মাধ্যমে সংবিধানে সংশোধনী আনা হয়। এতে বলা হয়, ভবিষ্যতে কেউ রাশিয়ার প্রেসিডেন্ট দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু সেই আইনে পুতিনের আগের চারটি মেয়াদকে ধরা হচ্ছে না। তাছাড়া আইনে বলা হয়, বিদেশি নাগরিকত্ব থাকা কেউ রাশিয়ার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। তাছাড়া প্রেসিডেন্ট পদ প্রার্থীর বয়স ন্যূনতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে।
২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নতুন বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে এখন তিনি ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকতে পারবেন।